পাল্লেকেলে: কোমরের চোটে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলেও খেলতে পারেননি। অস্ত্রোপচার করাতে হয়েছিল। তবে চোট সারিয়ে এখন ফিট। পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে রোমাঞ্চিত শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। জানিয়ে দিলেন, উত্তেজনায় শুক্রবার রাতে ঘুমোতে পারেননি তিনি।
শনিবার পাকিস্তান ম্যাচের আগে টসের পর সম্প্রচারকারী চ্যানেলে শ্রেয়স বলেছেন, 'আমি ভাবতেও পারিনি এশিয়া কাপে খেলতে পারব। সেরে উঠতে সময় লেগেছে। তবে দৃঢ়ভাবে সেরে উঠেছি। দল নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ফিটনেস পরীক্ষায় পাশ করেছি। তাতে আমি ভীষণ খুশি।' তারপরই শ্রেয়স বলেছেন, 'গত রাতে আমি স্নায়ুর চাপে ছিলাম। সারারাত ঘুমোতে পারিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারব বলে আমি ভীষণ উত্তেজিত। সত্যি বলতে কী এটা দারুণ এক অনুভূতি। ওরা এখন বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল। তবে ভারতীয় দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। রাহুল স্যরের প্রশিক্ষণে ও রোহিত শর্মার নেতৃত্বে এই সফর দুর্দান্ত। ড্রেসিংরুমে সকলেই বেশ চনমনে হয়ে রয়েছে। এই ম্যাচটার জন্য মুখিয়ে রয়েছি।'
পাকিস্তানের সেরা অস্ত্র মনে করা হচ্ছে তাদের পেস ত্রয়ীকে। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহ - তিনজনই ছন্দে রয়েছেন। শ্রেয়স বলেছেন, 'ওদের বিরুদ্ধে খেলতে পারব ভেবে দারুণ লাগছে। ওদের বিরুদ্ধে রণকৌশল খুব সোজা। বল দেখো আর পরিস্থিতি অনুযায়ী খেলো।'
এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। চোট সারিয়ে প্রথম একাদশে ঢুকে পড়লেন শ্রেয়স আইয়ার। কে এল রাহুল না থাকায় উইকেটকিপার ব্য়াটার হিসেবে খেলছেন ঈশান কিষাণ।
এক নজরে পাকিস্তান ম্যাচের ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন