জাকার্তা: এশিয়া কাপ হকিতে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। হাইভোল্টেজ এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্ট আসলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে। পুল এ-তে ভারত, জাপান, পাকিস্তান ও আয়োজক দেশ ইন্দোনেশিয়া রয়েছে। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, কোরিয়া, ওমান ও বাংলাদেশ। আর কিছুক্ষণ পরেই হকিতে কোর্টে নামতে চলেছে ভারত-পাকিস্তান।
আজ এশিয়া কাপ হকিতে
ভারত বনাম পাকিস্তান
কোথায় খেলা
গেলোরা স্পোর্টস কমপ্লেক্স, সেন্ট্রাল জাকার্তা, ইন্দোনেশিয়া
কখন শুরু
ভারতীয় সময় বিকেল ৫.০০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
গত বছর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাক বধ করেছিল ভারত
গত বছর হকিতে পাকিস্তান বধ করেছিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিল ভারতীয় হকি (indian hockey team) দল। দলের হয়ে জোড়া গোল করেছেন হরমনপ্রীত সিংহ (harmanpreet sing)। এক গোল করেছেন আকাশদীপ। আর পাকস্তানের (pakistan) হয়ে একমাত্র গোল করেছেন মানজুর জুনায়েদ। প্রথম ম্যাচ ড্র করার পর পরপর ২ ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে গেল মনপ্রীতরা। প্রথম ম্যাচে বাংবাদেশকে ৯-০ গোলে হারিয়েছিল ভারত। এরপরই অবশ্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করতে হয়েছিল তাদের।
ম্যাচের ৮ মিনিটের মাথায়ই প্রথম গোল পায় ভারত। হার্দিক সিংহের পাস থেকে বল জালে জড়ান হরমনপ্রীত সিংহ। প্রথম কোয়ার্টারে আর কোনও গোল করতে পারেনি ভারত। দ্বিতীয় কোয়ার্টারে ২ দলই লড়াই করে। কিন্তু শেষের দিকে একটা সুযোগ আসে ভারতের। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন পাক গোলকিপার। এরপর আর কেউ দ্বিতীয় কোয়ার্টারে গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের ১২ মিনিটের মাথায় স্কোরলাইনের ব্যবধান বাড়ান ভারতের তারকা হকি প্লেয়ার আকাশদীপ সিংহ। ২-০ গোলে পিছিয়ে থেকেই পাকিস্তান ধীরে ধীরে খেলা থেকে হারিয়ে যেতে থাকে। যদিও এই কোয়ার্টারের শেষের দিকেই আব্দুল রানার পুশ থেকে হিট করে গোল আদায় করে নেন মানজুর জুনায়েদ। পাকিস্তানকে গোলের মুখ খুলে দেন তিনি। কিন্তু এরপর আর তারা কোনও গোল পায়নি।