Behind The Scenes: কাচ ভাঙছে, সিঁড়ি দিয়ে মানুষ গড়িয়ে যাচ্ছে, 'অবলীলা'য় চলছে সিদ্ধার্থ-রোহিতের শ্যুটিং

Behind The Scenes: একের পর চলছে অ্যাকশন। কেউ ভাঙছে কাচ তো কেউ গড়িয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আর গোটা ব্যাপারটাই হচ্ছে খুব সাবলীল ভাবে। যেন রোজই এমনটা করে থাকেন তাঁরা।

Continues below advertisement

নয়াদিল্লি: রোহিত শেট্টির (Rohit Shetty) হাত ধরে ফের ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) পা রাখতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। রোহিত শেট্টির বিখ্যাত 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর (Indian Police Force) শ্যুটিং চলছে। সেখান থেকেই ছবি ও ভিডিও পোস্ট করছেন সিদ্ধার্থ ও রোহিত।

Continues below advertisement

গোয়ায় শ্য়ুটিং

আপাতত অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং চলছে গোয়ায়। সেই শ্যুটিংয়ের এক টুকরো ভিডিও পোস্ট করলেন পরিচালক রোহিত শেট্টি। 'বিহাইন্ড দ্য সিন' ভিডিওয় নিজের হাতে ক্যামেরা নিয়ে রোহিত শেট্টিকে অ্যাকশন সিন শ্যুট করতে দেখা গেল।

একের পর চলছে অ্যাকশন। কেউ ভাঙছে কাচ তো কেউ গড়িয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আর গোটা ব্যাপারটাই হচ্ছে খুব সাবলীল ভাবে। যেন রোজই এমনটা করে থাকেন তাঁরা। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ব্যাপারটা ভীষণ অদ্ভুত যে কাচ ভাঙা, ধাক্কা দেওয়া বা সিঁড়ি দিয়ে গড়িয়ে যাওয়া সবই আমাদের কাছে স্বাভাবিক! প্রসঙ্গত, ক্যামেরার ওজন ছিল ২৭ কেজি।'

 

রোহিত শেট্টির এই ওয়েব শোয়ে সিদ্ধার্থ ছাড়াও দেখা যাবে শিল্পা শেট্টি, বিবেক ওবেরয় ও ইশা তলওয়ারকে। গতকাল শ্যুটিংয়ের একটি দৃশ্য পোস্ট করেন সিদ্ধার্থও। রোহিত শেট্টির সঙ্গে নিজের হাতে কাটাছেঁড়ার ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, 'অ্যাকশন হিরোর মানে আসল ঘাম, আসল রক্ত। গোয়ায় কিছু সাংঘাতিক অ্যাকশন সিক্যোয়েন্সের ক্যামেরার কাজ করছেন রোহিত স্যর।'

আরও পড়ুন: Modern Love Mumbai Review: 'মডার্ন লাভ মুম্বই'-এর কোনও গল্পেই শহর মুম্বই চরিত্র হয়ে উঠতে পারেনি

 

অন্যদিকে কর্মক্ষেত্রে সিদ্ধার্থকে এরপর 'যোদ্ধা', 'মিশন মজনু' ও 'থ্যাঙ্ক গড' ছবিতে দেখাল যাবে। অন্যদিকে রোহিত শেট্টি নিয়ে আসছেন, 'সার্কাস', 'সিঙ্ঘম ৩'।

Continues below advertisement
Sponsored Links by Taboola