প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, পরের দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। এরপর সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন সরফরাজ, মহম্মদ আমিররা। তবে সোহেলের মতে, ক্রিকেটারদের ভাল পারফরম্যান্সের জেরে জয় পায়নি পাকিস্তান। মাঠের বাইরে ফল নির্ধারিত হয়েছে।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহেল বলেছেন, ‘সরফরাজকে বলে দেওয়া উচিত, ও অসাধারণ কিছু করেনি। ওর খুশি হওয়ার কোনও কারণ নেই। মাঠের খেলার আড়ালে কী হয়েছে, সেটা আমরা সবাই জানি। অন্য কেউ ম্যাচ জিততে সাহায্য করেছে। কে ম্যাচ জিতিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাইছি না। যদি প্রশ্ন করা হয় তাহলে বলব, ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা এবং ঈশ্বরের ইচ্ছায় পাকিস্তান জিতেছে।’
পরে অবশ্য এই সাক্ষাৎকার নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ম্যাচ গড়াপেটার ইঙ্গিত করার কথা অস্বীকার করেছেন সোহেল। তাঁর দাবি, সেমি-ফাইনালের আগেই এই সাক্ষাৎকার দিয়েছিলেন। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।