লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের ফাইনালে ওঠার পর সে দেশের সমর্থকদের হাতে কার্যত ঘেরাও হয়ে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।কার্ডিফের সোফিয়া গার্ডেনের স্টেডিয়ামের বাইরে সৌরভের গাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেন পাক সমর্থকরা। পাক পতাকা উড়িয়ে সে দেশের সমর্থকরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। কারুর কারুর মুখে শোনা যায় ‘সৌরভ,সৌরভ’- ‘গাঙ্গুলি, গাঙ্গুলি’ স্লোগানও। তাঁরা সৌরভের মনোযোগ আকর্ষণ করতে চাইছিলেন।

পাক সমর্থকদের ভিড়ে সৌরভ গাড়ি নিয়ে এগোতে পারছিলেন না। এই ঘটনায় অবশ্য এতটুকু বিরক্তি প্রকাশ করেননি সৌরভ। হাসিমুখে হাত নেড়ে পাক সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি। এরপর গাড়ি চালিয়ে চলে যান।

ওই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।



উল্লেখ্য, দ্বিতীয় সেফিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল।