দুবাই: এশিয়া কাপে আজ ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরে। এই ম্যাচ জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করতে বদ্ধপরিকর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন পার্ট টাইম স্পিনার কেদার যাদব। এবার ভারতের স্পিন অ্যাটাকে যুক্ত হয়েছে রবীন্দ্র জাডেজার নাম। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেন জাডেজা। প্রায় এক বছর বাদে ভারতের একদিনের দলে ফিরেই বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি।

এবার সেই জাডেজা যে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন, তা একপ্রকার নিশ্চিত।  এরইমধ্যে  আলোচনায় উঠে এসেছে জাডেজার হেয়ার স্টাইল। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মাথার চুলের জন্য সমস্যায় পড়তে দেখা গিয়েছিল জাডেজাকে। বল করার পর বারবার হাতে করে চুল সামলাতে দেখা যায় তাঁকে। এ ব্যাপারে জাডেজা বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে লম্বা চুলের স্টাইল বদলে নয়া স্টাইলে মাঠে নামবেন।

বিসিসিআই টিভি-র সঙ্গে কথা বলতে গিয়ে জাডেজা বলেছেন, হেয়ার স্টাইলের জন্য বল করার পর মাথার চুল ঠিক করতে করতে ঘাড়ে ব্যথা হতে শুরু করে। পরের ম্যাচে হয়ত নয়া হেয়ার স্টাইল দেখা যেতে পারে।