এবার সেই জাডেজা যে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন, তা একপ্রকার নিশ্চিত। এরইমধ্যে আলোচনায় উঠে এসেছে জাডেজার হেয়ার স্টাইল। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মাথার চুলের জন্য সমস্যায় পড়তে দেখা গিয়েছিল জাডেজাকে। বল করার পর বারবার হাতে করে চুল সামলাতে দেখা যায় তাঁকে। এ ব্যাপারে জাডেজা বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে লম্বা চুলের স্টাইল বদলে নয়া স্টাইলে মাঠে নামবেন।
বিসিসিআই টিভি-র সঙ্গে কথা বলতে গিয়ে জাডেজা বলেছেন, হেয়ার স্টাইলের জন্য বল করার পর মাথার চুল ঠিক করতে করতে ঘাড়ে ব্যথা হতে শুরু করে। পরের ম্যাচে হয়ত নয়া হেয়ার স্টাইল দেখা যেতে পারে।