জয়পুর: ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের উপর পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গিদের বর্বরোচিত হামলার কড়া জবাব দেওয়া জরুরি। শনিবার এমনই হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘আমাদের জওয়ানদের উপর জঙ্গি ও পাকিস্তানের সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, তার বদলা নেওয়ার জন্য কড়া ব্যবস্থা জরুরি। ওদের একইরকম জবাব দিতে হবে। তবে ওদের মতো বর্বরোচিত কাজ করা যাবে না। ওদেরও একইরকম যন্ত্রণা ভোগ করতে হবে।’


সম্প্রতি জম্মু ও কাশ্মীরে তিন পুলিশকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এক বিএসএফ জওয়ানকেও নৃশংসভাবে খুন করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, ‘পাকিস্তান যখনই সীমান্তে ভারতের বিরুদ্ধে কিছু করেছে, তখনই আমরা ওদের উপর পাল্টা আক্রমণ চালিয়েছি। পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। আমরা ওদের প্রতিরক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি করেছি। তবে কখনও বর্বর আচরণ করিনি। ওরা মে মাসে সংঘর্ষ বিরতির আবেদন জানায়। আমরা সেই আবেদন মেনে নিই। তবে ওরা যদি এই ধরনের আচরণ চালিয়ে যাই, তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে।’