দুবাই: এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মারা। কিন্তু ভারত-পাক মহারণ এক নতুন উচ্চতা স্পর্শ করেছে।


২৮ অগাস্ট গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ দেখেছেন ১৩ কোটি ৩০ লক্ষ মানুষ। এশিয়া কাপে যা রেকর্ড। ২০১৬ সালে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ যতজন দর্শক দেখেছিলেন, তার চেয়ে ৩০ শতাংশ বেশি মানুষ এবারের এশিয়া কাপে গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ দেখেছেন।


 




দায়িত্বে হেডেন


এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। রবিবার এশিয়া সেরার যুদ্ধে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন বাবর আজমরা। এরই মধ্যে বড় খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। জানিয়ে দিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে নামবে পাকিস্তান। প্রাক্তন অস্ট্রেলীয় তারকাকে যুক্ত করা হচ্ছে বাবর আজমদের সঙ্গে।


শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাথু হেডেনকে (Matthew Hayden) টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসাবে যুক্ত করা হচ্ছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলেন হেডেন। সেবার সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। সবচেয়ে বড় কথা, প্রথমবারের জন্য বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ভারত ছাড়াও নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়েছিল পাকিস্তান।


অনুষ্কা-ভক্ত


এশিয়া কাপে (Asia Cup) ছন্দে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। ১০২১ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বিরাট। যে সেঞ্চুরি তিনি উৎসর্গ করেছেন স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকাকে। বিরাট ছন্দে ফেরায় অনুষ্কাকে প্রশংসায় ভরিয়ে দিলেন শোয়েব আখতার।


পাকিস্তানের প্রাক্তন পেসার বলেছেন, 'অনুষ্কা শর্মাকে কুর্নিশ। দারুণ। তুমি লৌহমানবী। আর বিরাট কোহলি ইস্পাতের তৈরি। বিরাট কোহলি, তোমাকে অভিনন্দন। তুমি স্নায়ুর যুদ্ধে জয়ী।'


আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?