নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আদালতে পিসিবি-র বিরুদ্ধে জয় পেল ভারতীয় বোর্ড। ভারতীয় বোর্ডের আইনজীবীরা শুনানিতে জানান, কেন্দ্র প্রয়োজনীয় অনুমতি দেয়নি। যে কারণেই পাক মহিলার দলের বিরুদ্ধে ওডিআই চ্যাম্পিয়নশিপ খেলতে পারেনি ভারতীয় প্রমীলা দল। বিসিসিআই-এর ওই যুক্তিকে মান্যতা দিয়েছে আইসিসি।
ভারতীয় বোর্ডের এক কর্তা জানান, আইনজীবীরা সত্য চিত্র তুলে ধরেছে। যা স্বীকার করেছে আইসিসি। ওই কর্তা বলেন,
এরপরই, আইসিসি-র টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেয়, উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিনটে সিরিজেই উভয় টিম পয়েন্ট ভাগাভাগি করে নেবে। প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে গত বছরের জুলাই ও নভেম্বরের মধ্যে ভারত-পাক মহিলা দলের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু, উভয় বোর্ডের তরফে প্রচেষ্টা করা হলেও, কতা সম্ভব হয়নি।
মঙ্গলবারই, পিসিবি প্রধান এহসান মনি বলেছেন,
প্রসঙ্গত, বুধবারই ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ভারত।