ইসলামাবাদ: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে দুই দেশের করোনা ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব দিলেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসারের মতে, তিন ম্যাচের একটি ওয়ান ডে সিরিজ হলে তা থেকে সংগৃহীত অর্থ দুই দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা যাবে।


ইসলামাবাদ থেকে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাওলালপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, ‘এই মারাত্মক পরিস্থিতিতে আমি ভারত-পাকিস্তানের একটি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিচ্ছি এবং আমি নিশ্চিত যে, সেই সিরিজ করা সম্ভবপর হলে ম্যাচের ফলাফল নিয়ে এই প্রথম হয়তো দুই দেশের মানুষই চিন্তিত হবেন না। বিরাট সেঞ্চুরি করলে আমরা খুশি হব, বাবর আজম শতরান পেলে আপনারা আনন্দ পাবেন। মাঠে যাই হোক না কেন, দুই দলই জিতবে।’

আখতার আরও বলেছেন, ‘এই সিরিজ প্রচুর দর্শক দেখবেন। এই প্রথম দুই দেশ একে অপরের জন্য খেলবে। আর যে অর্থ সংগৃহীত হবে, তা দু দেশের অতিমারি মোকাবিলাতে ব্যবহার করা যেতে পারে।’

আপাতত করোনার জেরে গোটা বিশ্বে লকডাউন। পরিস্থিতির উন্নতি না হলে এরকম ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করছেন সকলে। ৪৪ বছরের পাক পেসার বলেছেন, ‘দুবাইয়ের মতো নিরপেক্ষ কেন্দ্রে হতে পারে ম্যাচ। চার্টার্ড ফ্লাইটে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা করা যেতে পারে।’ আখতার যোগ করেছেন, ‘এমনকী এই সিরিজ করা গেলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক বা দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও উন্নতি হতে পারে।’