রাঁচি: প্রথম ওয়ান ডে ম্যাচে হারতে হয়েছে। ৯ রানে ইনদওরে প্রথম ওয়ান ডে ম্যাচে শিখর ধবনের (Shikhar Dhawan) ভারতকে হারিয়ে দিয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) শিবির। আজ সিরিজে সমতা ফেরানোর লড়াই ভারতের সামনে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আজ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁর বদলি হিসেবে দলে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্য়াচের পর চাহার পিঠে ব্যথা অনুভব করেন এবং সিরিজের প্রথম ওয়ান ডেতেও তিনি খেলেননি। এবার তিনি সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই আমাদের মেডিক্যাল দল ওঁর পরিস্থিতি খতিয়ে দেখবে।'


ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ কবে?
আজ, ৯ অক্টোবর, রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে


কোথায় হবে খেলা?
রাঁচির ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে খেলা হবে


কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে 









স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন।


প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় ম্যাচে শাহবাজ বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে হয়ত রিজার্ভে বসতে হবে রবি বিষ্ণোইকে। এছাড়া একাদশে আর কোনও বদলের সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। 


নেট বোলার মুকেশ, চেতন


আগেই চোটের জন্য জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবার স্ট্যান্ডবাই তালিকায় থাকা দীপক চাহারের চোটও চিন্তা বাড়়াল টিম ম্যানেজমেন্টের। বুমরার বিকল্প হিসেবে মহম্মদ শামিকেই ভাবা হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে হয়ত তিনি অস্ট্রেলিয়াও উড়ে যাবেন। এদিকে, গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধুরী ও রাজস্থান রয়্যালসের চেতন সাকারিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেট বোলারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।