পুণে: ভারতীয় বোলারদের দাপটে পুণেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুতেই কোণঠাসা দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের বিরতিতে প্রোটিয়াদের স্কোর ১৩৬/৬। ম্যাচ বাঁচানোর লড়াইও ক্রমশ কঠিন হয়ে পড়ছে ফ্যাফ ডুপ্লেসিদের সামনে।
ভারতের ৬০১/৫ (ডিক্লেয়ার) পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। শুক্রবার দিনের শেষে তাদের স্কোর ছিল ৩৬/৩। শনিবার খেলা শুরুর পর মাত্র ১৪তম বলেই ফের ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে। মহম্মদ শামির বলে ফিরে যান নৈশপ্রহরী এনরিক নর্তজে। চতুর্থ স্লিপে দাঁড়ানো বিরাট কোহলি ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ নেন।
যদিও দিনের এবং সম্ভবত সিরিজেরও সেরা ক্যাচটি তালুবন্দি করেছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। উমেশ যাদবের বলে খোঁচা দিয়েছিলেন ডানহাতি প্রোটিয়া ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইন। ডানদিকে বাজপাখির মতো শরীর ভাসিয়ে প্রথম স্লিপের সামনে থেকে ছোঁ মেরে বল তালুবন্দি করেন বঙ্গ কিপার। এবং দুহাতে বলকে ধরেন তিনি। যা উইকেটকিপারদের কাছে স্বপ্নের ক্যাচ বলে গণ্য করা হয়।
এরপর ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি’কককে বোল্ড করেন আর অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতিতে ফলো অন এড়ানোও কঠিন হয়ে পড়েছে ডুপ্লেসিদের সামনে।
উমেশ-শামির পেস দাপটে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা, মধ্যাহ্নভোজের বিরতিতে প্রোটিয়াদের স্কোর ১৩৬/৬
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2019 12:16 PM (IST)
ভারতের ৬০১/৫ (ডিক্লেয়ার) পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে দক্ষিণ আফ্রিকার।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -