রাজকোট: আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দুটো ম্যাচ প্রোটিয়া বাহিনী জিতলেও তৃতীয় ম্যাচটি জিতে সিরিজে লড়াই টিকিয়ে রেখেছেন টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আগামীকালের ম্যাচে জিতলে সিরিজে ২-২ সমতা ফেরাবে তারা। সেক্ষেত্রে শেষ ম্যাচ হয়ে দাঁড়াবে নির্ণায়ক। কিন্তু আগামীকাল যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে যায়, তবে কিন্তু সিরিজ জিতে নেবে টেম্বা বাভুমার দল। তবে কালকের ম্য়াচে রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক ঋষভ পন্থ, তারকা পেসার ভুবনেশ্বর কুমার, অলরাউন্ডার অক্ষর পটেল ও প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক।


রেকর্ডের সামনে দাঁড়িয়ে পন্থ, অক্ষর, ভুবনেশ্বর, ডি কক


কে এল রাহুল ছিটকে যাওয়ার পর নেতৃত্বভার পেয়েছিলেন। তবে শুরুটা একদমই ভাল হয়নি ঋষভ পন্থের। প্রথম ২ ম্যাচেই হারতে হয়েছে। তৃতীয় ম্যাচে অবশ্য জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম জয় ছিনিয়ে নিয়েছেন পন্থ। আগামীকাল আর ১টি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে একশো ছক্কার মালিক হবেন তিনি।


ভারতীয় দলের অভিজ্ঞ তারকা পেসার ভুবনেশ্বর কুমারের জন্য এই সিরিজ খুবই ভাল কাটছে। আর মাত্র ৪টি উইকেট তুলে নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জসপ্রীত বুমরাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন ভুবনেশ্বর কুমার। এই মুহূর্তে ভুবির ঝুলিতে রয়েছে ৬৩ উইকেট ও বুমরার ঝুলিতে রয়েছে ৬৭ উইকেট। 


আর মাত্র ১ উইকেট তুলে নিতে পারলেই ভারতের বাঁহাতি বোলার অলরাউন্ডার অক্ষর পটেল আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেটের মালিক হবেন। 


অন্যদিকে প্রোটিয়া শিবিরের বাঁহাতি তারকা ওপেনার কুইন্টন ডি ককের জন্যও আগামীকালের ম্যাচ স্মরণীয় হয়ে থাকতে পারে। আর ৮৬ রান করতে পারলেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবে ডি কক। ডুমিনির ঝুলিতে রয়েছে ১৯৩৪ রান।


আরও পড়ুন: আয়ারল্যান্ড সফরে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা ভারতের, নেতৃত্বে হার্দিক