নয়াদিল্লি: ইডেনে স্পিন সহায়ক পিচ তৈরি করে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম টেস্টে হেরে আপাতত সিরিজ়ে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে গুয়াহাটিতে পিচ কেমন হবে, সেই নিয়ে জোর জল্পনা। কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting) মতে বাড়তি ঘূর্ণিসহায়ক পিচ তৈরি করতে গিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট নিজেদের দলকেই চাপে ফেলে দিচ্ছে এবং এই সিদ্ধান্ত ব্যাকফায়ার করেছে।
ICC Review-তে পন্টিংকে বলতে শোনা যায়, 'ওরা এতটাই স্পিন সহায়ক উইকেট তৈরি করছে যে ওদের স্পিনারদের দক্ষতাটাই আর আলাদাভাবে প্রকাশ পাচ্ছে না। এমন স্পিন সহায়ক উইকেটে তো প্রতিপক্ষের স্পিনারদের আদতে আরও সাহায্য করছে, ওদের উইকেট নিতে সুবিধা করে দিচ্ছে। আর সত্যি বলতে ভারত এক সময় যতটা ভাল স্পিন খেলত, বিগত পাঁচ, ছয় বছরে ওরা আর ততটা ভাল স্পিন খেলতে পারে না। এমন উইকেটে ওরা সকলের জন্য বরং বাড়তি সুবিধা করে দিয়ে লড়াইটা সমান সমান করে দিচ্ছে।'
এমনিই প্রথম টেস্ট হেরে বসে রয়েছে ভারতীয় দল। উপরন্তু গোদের ওপর বিষফোঁড়া হয়ে যোগ হয়েছে শুভমন গিলের চোট। বর্তমানে যা পরিস্থিতি তাতে ঘাড়ের ব্যথাতে শুভমন গিলের দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সেক্ষেত্রে ইডেনে দ্বিতীয় ইনিংসের মতোই গুয়াহাটিতেও ঋষভ পন্থকে (Rishabh Pant) ভারতীয় দলের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে। অতীতে আইপিএলের সুবাদে দীর্ঘদিন অধিনায়ক পন্থের সঙ্গে কাজ করেছেন পন্টিং। তিনি কিন্তু পন্থের ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন।
'অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করাটা কখনই সহজ হয় না, বিশেষত মাত্র দিনকয়েক আগেই যখন কোনও দল একটি টেস্ট ম্যাচ হেরে আসেছ। তবে ঋষভের বর্তমানে টেস্ট খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং উইকেটকিপার হওয়ায় ওর পিছন থেকে গোটা খেলাটা দেখতে, বুঝতেও সম্ভবত সুবিধাই হয়। আইপিএলেও তো বিগত কয়েক বছর ও এই দায়িত্ব পালন করেছে। তাই ওর কোনও সমস্যা হবে না বলেই আমার মনে হয়। তবে অধিনায়ক হিসাবে ও কেমন খেলে এবং ওর ব্য়াটিংয়ের ধরন কেমন হয়, সেটা দেখাটা বেশ মজাদার হতে চলেছে।' মত প্রাক্তন অজ়ি অধিনায়কের।
২২ নভেম্বর থেকে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে।