নয়াদিল্লি: আইপিএলের পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ দিয়েই যার শুরু হচ্ছে। আজ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২ দলই তরুণ ক্রিকেটার ও অভিজ্ঞ ক্রিকেটারের সংমিশ্রণ রয়েছে। ঘরের মাঠে নামার কিছুটা সুবিধে থাকলেও ম্যাচের আগের দিনই চোট পেয়ে কে এল রাহুলের ছিটকে যাওয়া কিছুটা চিন্তার আবহ তৈরি করেছেন ভারতীয় শিবিরে। এক নজরে দেখে নেওয়া যাক ২ দলের মুখোমুখি সাক্ষাতে কিছু পরিসংখ্যানের দিকে -
মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে
মোট ম্যাচ: ১৫
ভারত জয়ী: ৯
দক্ষিণ আফ্রিকা জয়ী: ৬
টি-টোয়েন্টিতে ২ দলের মুখোমুখি সাক্ষাতে সর্বাধিক ৫ রান সংগ্রহকারী
রোহিত শর্মা (ভারত): ১৩ ম্যাচে ৩৬২ রান
সুরেশ রায়না (ভারত): ১২ ম্যাচে ৩৩৯ রান
জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা): ১০ ম্যাচে ২৯৫ রান
বিরাট কোহলি (ভারত): ১০ ম্যাচে ২৫৪ রান
শিখর ধবন (ভারত): ৭ ম্যাচে ২৩৩ রান
টি-টোয়েন্টিতে ২ দলের মুখোমুখি সাক্ষাতে সর্বাধিক উইকেট শিকারি
রবিচন্দ্রন অশ্বিন (ভারত): ৬ ম্যাচে ১০ উইকেট
ভুবনেশ্বর কুমার (ভারত): ৬ ম্যাচে ৮ উইকেট
কার্ল জুনিয়র ডালা (দক্ষিণ আফ্রিকা): ৩ ম্যাচে ৭ উইকেট
জাহির খান (ভারত): ৩ ম্যাচে ৬ উইকেট
ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা): ৫ ম্যাচে ৬ উইকেট
ভারতের মাটিতে ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়া শিবির। এই সিরিজে ভারতীয় শিবিরে রয়েছেন একাধিক তরুণ মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য উমরান মালিক, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই। এছাড়াও দীনেশ কার্তিকের মত অভিজ্ঞ ক্রিকেটারও ফিরে এসেছেন জাতীয় দলে। কে এল রাহুল চোট পাওয়ায় নেতৃত্বভার বর্তেছে পন্থের ওপর। প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে দিল্লি তরুণ উইকেট কিপার ব্য়াটারকে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?