নয়াদিল্লি: ট্যুইটার ব্যবহারকারীদের একাংশ সর্বদাই অন্য কারুর সমালোচনার জন্য মুখিয়ে থাকেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ রান করে আউট হওয়ার পর কোহলির সমালোচনা শুরু হয়ে গেল। দুই ওপেনার মুরলী বিজয় (১) এবং শিখর ধবন (১৬) আউট হওয়ার পর ব্যাট করতে নামেন কোহলি। ওই পরিস্থিতিতে দলের রান মেশিনের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। সম্প্রতি তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু অন্য কিছু ভাবছিলেন প্রোটিয়া পেসার মর্নি মর্কেল। সিরিজের প্রথম বলেই অতিরিক্ত বাউন্স আদায় করলেন মর্কেল। বাড়তি বাউন্স সামলাতে না পেরে কোহলির ব্যাট ছুঁয়ে তা জমা পড়ল উইকেটরক্ষক কুইন্টন ডি ককের দস্তানায়।
প্রথম দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৮। দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে ২৫৮ রানে।
প্রথম দিন ব্যাটিংয়ে ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি নন সমর্থকদের একাংশ। বিশেষ করে কোহলির ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব হলেন তাঁরা।
এই একটা ইনিংসের পারফরম্যান্স দেখেই কেউ বলে দিলেন, গ্রিন টপে সফল নন কোহলি। তাই স্টিভ স্মিথের সঙ্গে তুলনা করা উচিত নয়।
নেটিজেনদের কেউ কেউ আবার কোহলির বিয়ের প্রসঙ্গ তুলেও খোঁচা দিতে ছাড়েননি।


















এর আগে টেস্ট স্পেশ্যালিস্ট তথা সহ অধিনায়ক আজিঙ্কা রাহানেকে দলের বাইরে রাথা নিয়ে সমালোচনায় মুখর হন নেটিজেনদের একাংশ।









ঘরের মাঠে একের পর এক সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকায় এসেছে টেস্ট ক্রমতালিকায় পয়লা নম্বরে থাকা দল। বিদেশের মাটিতে সিরিজে ভারতীয় দল কেমন খেলে, তা দেখার অপেক্ষায় মুখিয়ে সমর্থক থেকে বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকা সিরিজকে ভারতীয় দলের কাছে অ্যাসিড টেস্ট হিসেবে ধরা হচ্ছে। ইতিহাসও পক্ষে নেই টিম কোহলির। এর আগে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতেনি। তাই এই সফর কোহলি ও তাঁর দলের ওপর রয়েছে নিজেদের প্রমাণ করার বাড়তি চাপ।
প্রথম দিনের ব্যাটিংয়ের প্রাথমিক বিপর্যয় যদি অব্যাহত থাকে তাহলে সমগ্র সফরে এই চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।