নয়াদিল্লি: হকি (Hockey) যুব বিশ্বকাপে স্পেনের কাছে বড় ব্যবধানে হেরে গেল ভারত (India vs Spain)। চার গোল খেল ভারতের যুব দল। লিগ তালিকায় তিন নম্বরে নেমে গেল ভারত। আগের ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে চার গোল দিয়েছিল ভারত। কিন্তু বৃহস্পতিবার নিজেরাই চার গোল খেল। স্পেনের বিরুদ্ধে ম্যাচ হেরে গেল ১-৪ গোলে।
এবার ছেলেদের যুব হকি বিশ্বকাপের ১৩তম আসরে ১৬টি অংশগ্রহণকারী দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।
চলতি বছরের শুরুতে ওমানে জুনিয়র হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২১ সালের সর্বশেষ আসরে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে চতুর্থ স্থান নিশ্চিত করেছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুল সি-তে কোরিয়া, স্পেন ও কানাডার বিরুদ্ধে এফআইএইচ হকি পুরুষদের যুব বিশ্বকাপে দু'বারের চ্যাম্পিয়ন ভারতের ম্যাচ রয়েছে। এফআইএচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপে ভারতের শুরুটা ভালই হয়েছিল। মঙ্গলবার কোরিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছিল ভারত। তবে স্পেনের বিরুদ্ধে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হল ভারতকে।
বৃহস্পতিবার শুরুতেই গোল করে দেয় স্পেন। এক মিনিটের মাথায় ক্যাব্রে পলের গোলে এগিয়ে যায় তারা। ১৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় স্পেন। গোল করেন রফি আন্দ্রিয়েস। ভারতের হয়ে ৩৩ মিনিটের মাথায় গোল করেন রোহিত। কিন্তু তাতে স্পেনের উপর কোনও চাপ তৈরি করতে পারেনি ভারত। ৪১ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় স্পেন। ক্যাব্রে তাঁর দ্বিতীয় গোলটি করেন। ৬০ মিনিটের মাথায় আবার গোল করেন আন্দ্রিয়েস।
ভারতের সঙ্গে যুব বিশ্বকাপের সি গ্রুপে রয়েছে কোরিয়া, স্পেন ও কানাডা। স্পেনের কাছে হেরে ৩ পয়েন্টে আটকে রইল ভারত। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। গোল পার্থক্যে এগিয়ে রয়েছে কোরিয়া। কানাডা এখনও কোনও পয়েন্ট পায়নি। প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলেছে।
আরও পড়ুন: কীভাবে শেষ ২ বছর ক্রিকেট খেলেছিলেন ডিভিলিয়ার্স, জানলে অবাক হবেন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।