লখনউ: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য তাঁর জন্য় খুলে দিয়েছিল জাতীয় দলের দরজা। যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ঈশান কিষাণ তবুও এখনও রোহিত শিবিরের প্রথম চয়েস নন। তাঁর সতীর্থ ঋষভ পন্থ যেখানে দলের ১ নম্বর উইকেট কিপার, সেখানে এখনও রিজার্ভ বেঞ্চে সময় কাটাতে হয় রাঁচির তরুণকে। তবে গত ওয়েস্ট ইন্ডিজ সফর ও চলতি শ্রীলঙ্কা সিরিজে বেশ কয়েকবার সুযোগ এসেছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাটে রান না পেলেও লঙ্কা বাহিনীর বিরুদ্ধে প্রথম ম্য়াচেই নজর কাড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকালের ৫৬ বলে তাঁর ৮৯ রানের ইনিংস। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন ঈশান কিষাণ। মূলত তাঁর ওপেনিংয়ে নেমে রোহিত শর্মার সঙ্গে দুরন্ত পার্টনারশিপের ওপর ভর করেই দুশোর দোরগোড়ায় পৌঁছে যায় ভারতের ইনিংস। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন ঈশান।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে নিজের ব্য়াটিংয়ের জন্য রোহিত শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন রাঁচির তরুণ। ঈশান বলেন, "সবসময় জুনিয়রদের পাশে দাঁড়ানোটাই সিনিয়ররা করে এসেছে। রাহুল দ্রাবিড় , রোহিত শর্মা, বিরাট কোহলি প্রত্যেকেই নিজেরা এই সময়টা পার করে এসেছে, ওঁরা জানে কীভাবে জুনিয়রদের পাশে দাঁড়াতে হয়। সেটাই করেছে সবাই।''
এরপরই রাঁচির এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটার আরও বলেন, ''যখন আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রান পাচ্ছিলাম না, তখনই রোহিত ভাইয়ের সঙ্গে বসেছিলাম, আলোচনা করেছিলাম। উনি সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। একসঙ্গে আমরা আইপিএলে খেলি। রোহিত ভাই আমাকে খুব ভাল করেই জানে। আমার শক্তি, দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। প্রত্যেকে আমাকে বলেছে যে নিজের প্রতিভার প্রতি বিশ্বাস রাখতে।''
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেখানে শেষ করেছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেখানেই যেন শুরু করল ভারত। লখনউয়ে ফের দাপট ভারতীয় ব্যাটারদের। ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। মাত্র ১১.৫ ওভারে ১১১ রান যোগ করলেন দুই ক্রিকেটার। যাঁরা আইপিএলেও খেলেন এক দলে। মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। রোহিত ৩২ বলে ৪৪ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। শেষ পর্যন্ত ৫৬ বলে ৮৯ রান করে ফেরেন রাঁচির বাঁহাতি ব্যাটার। রোহিত-ঈশানের পর ব্যাট হাতে দাপট দেখান শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। তিনিও হাফসেঞ্চুরি করেন। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৯৯/২। জবাবে ব্য়াট করতে নেমে ১৩৭/৬ স্কোরে আটকে গেল শ্রীলঙ্কা।