ইডেনে চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতের ইনিংয়ের ৫৩ তম ওভারে ভুবনেশ্বর কুমার শ্রীলঙ্কার পেসার দাসুন সনাকার একটি গুড বল কভারে পাঠিয়েই দৌড়ে রান নেন। বল তাড়া করতে করতে চণ্ডীমল তার নাগাল না পেয়েও মাঠে ইচ্ছাকৃত ভাবে পিছলে যান ও তৎক্ষণাৎ উঠে পড়ে বল ছোড়ার অভিনয় করেন। বল কিন্তু তখন তাঁর হাতে ছিল না। তা ধরেন অন্য ফিল্ডার। ব্যাটসম্যানদের দ্বিতীয় রান নেওয়া থেকে বিরত করার জন্যই শ্রীলঙ্কার অধিনায়কের ওই ফিল্ডিংয়ের ভান বা ‘ফেক-ফিল্ডিং’। ২৮ সেপ্টেম্বর থেকে প্রযোজ্য হওয়া নতুন নিয়মে চণ্ডীমলের এই নকল ফিল্ডিংয়ের জন্য ভারতীয় দলের পাঁচ রান পেনাল্টি পাওয়া উচিত।
কোহলি ড্রেসিংরুম থেকে আম্পায়ারের উদ্দেশে তিনি হাতের পাঁচটা আঙুল দেখিয়ে ইশারা করেন।