Asia Cup 2023 Final Live: নায়ক সিরাজ়, ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা ভারত
Asia Cup Final 2023, IND VS SL LIVE: ৬ উইকেট নিলেন সিরাজ়। শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত।
অনেক টালবাহানার পর হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ আয়োজিত হয়েছে। মোট ১৩টি ম্যাচের টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দেশেই খেলা হয়েছে। পাকিস্তান লেগের ম্য়াচে বৃষ্টি কোনও প্রভাব না ফেললেও। শ্রীলঙ্কা প্রায় প্রতিটি ম্যাচেই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তা সত্ত্বেও, একাধিক রুদ্ধশ্বাস ম্যাচ আয়োজিত হয়েছে। এর জন্য 'আনসাং হিরো'দের পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন জয় শাহ (Jay Shah)।
শ্রীলঙ্কা যখন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ, তিন স্পিনারে খেলা ভারত যে প্রথমে বোলিং করলে কৌশলগতভাবে ধাক্কা খাবে, মনে করেছিলেন সকলে। তবে সব কিছু বদলে দেয় টসের পরের বৃষ্টি। ম্য়াচ শুরু হতে সামান্য দেরি হয়। পিচ ঢাকার আগেই সামান্য ভিজে যায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। স্যাঁতস্যাঁতে আবহ। পেস বোলিংয়ের আদর্শ মঞ্চ। আর সেই মঞ্চেই আগুন জ্বালালেন সিরাজ়।
শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অল আউট করে দেওয়ার পর উচ্ছ্বসিত সিরাজ়। সাফ জানিয়ে দিলেন, তাঁর মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছেন। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে সিরাজ় বললেন, 'স্বপ্নের মতো মনে হচ্ছে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমেও একই জিনিস করেছিলাম। দ্রুত ৪ উইকেট তুলে নিয়েছিলাম। সেই ম্যাচে ৫ উইকেট পাইনি। আজ পেলাম। সেই সঙ্গে উপলব্ধি করলাম, কপালে যা আছে তা হবেই।'
মাত্র ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যপূরণ ভারতের। শুভমন ২৩ রানে ও ঈশান ২৩ রানে অপরাজিত রইলেন। ১০ উইকেটে ম্যাচ জিতল ভারত। অষ্টমবারের জন্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত।
রান তাড়া করতে নেমে ভাল শুরু ভারতের। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩২/০। শুভমন গিল ১৮ রানে ও ঈশান কিষাণ ১৩ রানে অপরাজিত।
হার্দিক পাণ্ড্যর ২ বলে ফিরলেন প্রমোদ মধুশান (১ রান) ও মাথিশা পাথিরানা। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা।
হার্দিক পাণ্ড্যর বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দুনিথ ওয়েল্লালাগে। ১২.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪০/৮।
১৭ রান করে সিরাজ়ের বলে বোল্ড হয়ে গেলেন কুশল মেন্ডিস। ১১.২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩৩/৭।
প্রতিরোধের চেষ্টা কুশল মেন্ডিস (১৭ ব্যাটিং) ও দুনিথ ওয়েল্লালাগের (৬ ব্যাটিং)। ১০ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩১/৬।
দাসুন শনাকার অফস্টাম্প ছিটকে দিলেন মহম্মদ সিরাজ। পাঁচ উইকেট হয়ে গেল তাঁর। ৬ ওভারের শেষে শ্রীলঙ্কা ১৩/৬।
চতুর্থ ওভারে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন মহম্মদ সিরাজ়। প্রথম বলেই রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পাথুম নিশাঙ্কা। তৃতীয় বলে সাদিরা সমারাবিক্রমাকে এলবিডব্লিউ করে দিলেন সিরাজ়। রিভিউ নিয়েছিলেন সাদিরা। লাভ হয়নি। চতুর্থ বলে ঈশান কিষাণের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন চারিথ আসালঙ্কা। কোনও রান না করে ফিরলেন পাকিস্তান ম্যাচের নায়ক। পরের বলে ধনঞ্জয় ডি সিলভা বাউন্ডারি মারলেও, ওভারের শেষ বলে তাঁকেও তুলে নিলেন সিরাজ়। ৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১২/৫।
প্রথম ওভারের তৃতীয় বলেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। বুমরার বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন কুশল পেরেরা।
নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর শুরু হল খেলা। ভারতের হয়ে প্রথম ওভার বল করতে এলেন যশপ্রীত বুমরা। শ্রীলঙ্কার হয়ে ওপেনে নেমেছেন কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা।
চারে খেলছেন কে এল রাহুল। পাঁচে খেলছেন ঈশান কিষাণ। একাদশের বাইরে সূর্যকুমার যাদব।
কমল বৃষ্টি। সরল কভার। বিকেল ৩.৪০ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ।
খেলা শুরু হওয়ার আগেই কলম্বোর আকাশের মুখ ভার। নামল বৃষ্টি। ঢাকা হল মাঠ।
ভারতীয় একাদশে ঢুকে পড়লেন ওয়াশিংটন সুন্দর। কুলদীপের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে ফাইনালে খেলবেন তিনি। পেস বিভাগে মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা।
টস জিতে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।
টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জয়ের হাতছানি শ্রীলঙ্কার সামনে। দাসুন শনাকার সামনেও নজির গড়ার হাতছানি।
গত বছর শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিয়েছিল। দাসুন শনাকার নেতৃত্বে টানা দ্বিতীয়বার খেতাব জয়ের সুযোগ রয়েছে লঙ্কা বাহিনীর।
আজ বিকেল ৩টা থেকে শুরু হবে এশিয়া কাপের ফাইনাল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ।
২০১৮ সালে শেষবার এশিয়া কাপ জিতেছিল ভারতীয় দল। আজ আরও একবার খেতাব জয়ের সুযোগ।
দুটো দলই টুর্নামেন্টে একটি করে ম্য়াচ হেরে ফাইনালে পৌঁছেছে। শ্রীলঙ্কা তাঁদের একমাত্র ম্য়াচ হেরেছে ভারতের বিরুদ্ধে। অন্য়দিকে রোহিত শর্মার দল বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরে শেষ ম্য়াচ হেরেছে।
প্রেক্ষাপট
কলম্বো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023) আজ শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ২০১৮ সালে শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। সেবারও অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। (Rohit sharma) আজও দলের নেতৃত্বে হিটম্য়ানই। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র একবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হারতে হয়েছে মেন ইন ব্লুজদের। অন্যদিকে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে হারলেও আর কোনও ম্যাচে হারেনি।
কীভাবে ফাইনালে উঠল ভারত?
এবারের এশিয়া কাপে অন্যতম ফেভারিট দল হিসেবে খেলতে এসেছিল ভারত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান শিবির। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচের কোন ফলাফল নির্ধারিত হয়নি। এরপর নেপালের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন রোহিতরা। প্রত্যাশিতভাবেই সেই ম্যাচে ১০ উইকেট জয় ছিনিয়ে নেয় রাহুল দ্রাবিড়ের দল। প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সুপার ফোরে জায়গা পাকা করে নেয় টিম ইন্ডিয়া। এরপর সুপার ফোরে ফের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। সেই ম্যাচেই দীর্ঘদিন পরে চোট সারিয়ে দলে ফেরেন কে এল রাহুল। আর ফিরেই শতরান হাঁকান তিনি। নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৭ তম শতরান করেন বিরাট কোহলিও। ২২৮ রানে সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। সচিনের থেকে এই ফর্ম্যাটে সেঞ্চুরির নিরিখে আর মাত্র ২ টো সেঞ্চুরি পিছিয়ে কোহলি। সুপার ফোরে এর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৪১ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। সুপার ফোরে শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। নিয়মরক্ষার এই ম্য়াচে রিজার্ভ বেঞ্চের অনেক প্লেয়ারকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। একাদশের বাইরে ছিলেন বিরাট, বুমরা, হার্দিকের মত তারকারা। এই একটি ম্যাচেই হারতে হয় ভারতকে। ৬ রানে ম্যাচ জিতে যায় শাকিবের দল।
কীভাবে ফাইনালে উঠল শ্রীলঙ্কা?
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের এশিয়া কাপে নেমেছিল শ্রীলঙ্কা। বাড়তি প্লাস পয়েন্ট ছিল ঘরের মাঠে খেলার সুবিধে। এই নিয়ে টানা দুবার এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল লঙ্কা ব্রিগেড। দাসুন শনাকার নেতৃত্বেই গত বছর এই টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিয়েছিল দ্বীপরাষ্ট্রটি। গ্রুপ পর্বে পরপর দুটো ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। সুপার ফোরে শনাকাদের প্রথম প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। টাইগারদের ২১ রানে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার দলের বিরুদ্ধে ৪১ রানে হারতে হয় লঙ্কা বাহিনীকে। সেই ম্যাচে ব্যাট-বলে নজর কাড়েন দুনিথ ওয়ালালাগে। তবে এই ম্যাচ হারলেও পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ফাইনাল নিশ্চিত করে নেয় শ্রীলঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -