কলম্বো: আজ ভারত-শ্রীলঙ্কা(IND vs SL) দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ। আর তার আগেই আরও একবার বড় ধাক্কা খেল লঙ্কা শিবির। মাথিসা পাথিরানা, দুষ্মন্ত চামিরা আগেই ছিটকে গিয়েছিলেন সিরিজ থেকে। এবার দ্বিতীয় ম্য়াচের আগে চোটের জন্য ছিটকে গেলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। হ্যামস্ট্রিংয়ের (Hamstring) চোটের জন্য সিরিজের দুটো ম্য়াচ থেকেই ছিটকে গেলেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন হাসারাঙ্গা। তাঁর পরিবর্ত হিসেবে জেফরে ভ্যানডারসেকে নেওয়া হয়েছে লঙ্কা স্কোয়াডে।
লঙ্কা বোর্ডের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ''হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন ওয়ান ডে সিরিজের বাকি দুটো ম্য়াচ থেকে। ওঁর ব্যথা রয়েছে। প্রথম ওয়ান ডে ম্য়াচের ১০ নম্বর ওভারের শেষ বল করার সময় চোট পান। এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। জেফরে ভ্যানডারসেকে হাসারাঙ্গার পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে।'' নিজের ১০ ওভারের স্পেলে প্রথম ওয়ান ডে ম্য়াচে ৫৮ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছিলেন হাসারাঙ্গা। তাঁদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি ও কে এল রাহুলও। এছাড়াও কুলদীপ যাদবও রয়েছেন শিকারের তালিকায়।
উল্লেখ্য, আইপিএলের আগে চোট পান হাসারাঙ্গা। এরপর দুবাইয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে দলেও ফেরেন। এমনকী মেগা টুর্নামেন্টে তাঁকে অধিনায়কও নির্বাচিত করা হয়েছিল।
এর আগে টি-টোয়েন্টি সিরিজ়ে দুই তারকা ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারা চোটের কারণে খেলতে পারেননি। দুষ্মন্তের শরীর অসুস্থ এবং নুয়ানের বুড়ো আঙুলে চিড় ধরেছে। এঁরা ওয়ান ডে সিরিজ়েও নেই। তাই আগে থেকেই লঙ্কান বোলিং আক্রমণ খানিক দুর্বল ছিলই। উপরন্ত, গোদের উপর বিষফোঁড়ার মতো পাথিরানা ও মধুশঙ্কাও চোট পেয়ে সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন।
পাথিরানার কাঁধে চোট ছিল। ভারত-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। ডাইভ মেরে এক ক্যাচ নেওয়ার সময়ই কাঁধে আঘাত লাগে পাথিরানার। মধুশঙ্কার আবার সমস্যা রয়েছে হ্যামস্ট্রিংয়ে। তিনি বাঁ পায়ের পেশিতে সিরিজ় শুরুর আগে অনুশীলনে ফিল্ডিং করার সময় চোট পান। এই দুই তারকা মিলিয়ে মোটামুটি দ্বীপরাষ্ট্রের প্রথম পছন্দের চার ফাস্ট বোলারই ছিটকে গিয়েছিলেন সিরিজ় থেকে। এবার দ্বীপরাষ্ট্রের সবচেয়ে তারকা স্পিনারও ছিটকে গেলেন।