IND vs WI, 1st Test LIVE: ৪২১/৫ স্কোরে ডিক্লেয়ার ভারতের, শুরুতেই ৪ উইকেট হারিয়ে ইনিংস হারের আতঙ্কে ওয়েস্ট ইন্ডিজ

India vs West Indies, Day 3 Live Score: রোহিত-যশস্বীর ব্যাটের দাপটে প্রথম টেস্টে চালকের আসনে ভারত।

ABP Ananda Last Updated: 15 Jul 2023 12:47 AM

প্রেক্ষাপট

ডমিনিকা: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে (IND vs WI 1st Test) প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও ভারতীয় দলই সম্পূর্ণভাবে দাপট দেখাল। ক্যারিবিয়ান বোলাররা কার্যত দাঁতই ফোটাতে পারলেন না। দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল...More

Ind vs WI Live: ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫/৪

রেমন রিফারকে (১১ রান) ফেরালেন জাডেজা। জেরমাইন ব্ল্যাকউড (৫ রান) ফিরলেন অশ্বিনের বলে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫/৪।