বার্বাডোজ়: ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১২ জুলাই থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে বার্বাডোজ়ে ভারতীয়দের অনুশীলন দেখতে উপস্থিত হলেন ক্রিকেট মাঠের এক কিংবদন্তি। স্যর গ্যারফিল্ড সোবার্স (Sir Gary Sobers)। ২৮ জুলাই ক্যারিবিয়ান কিংবদন্তি ৮৭ বছর পূর্ণ করবেন।


টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) স্যর সোবার্সকে সাদরে অভ্যর্থনা জানান। তিনিই সব ক্রিকেটারদের ডেকে সোবার্সের সঙ্গে আলাপ করিয়ে দেন। ভারতীয়দের অনুশীলনে স্যর গ্যারিকে দেখে নিজে থেকে এগিয়ে যান রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli)-রা। সোবার্স ও কোহলি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছেন, কুশল বিনিময় করছেন, সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পরে গোটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।


ভিডিওতে দেখা গিয়েছে, কোহলি করমর্দন করছেন সোবার্সের সঙ্গে। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে। ক্যাপশনে লেখা হয়, 'টিম ইন্ডিয়ার সঙ্গে দেখা হল ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি – স্যর গ্যারফিল্ড সোবার্স'।


ভারত অধিনায়ক রোহিত শর্মা, অজিঙ্কে রাহানে, শার্দূল ঠাকুররা সাক্ষাৎ করেন সোবার্সের সঙ্গে। শুভমন গিলের সঙ্গে পরিচয় করিয়ে দেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ভিডিওতে দেখা যাচ্ছে, শুভমন গিলকে সঙ্গে নিয়ে রাহুল দ্রাবিড় পরিচয় করিয়ে দিচ্ছেন সোবার্সের সঙ্গে। গিলকে পরিচয় করানোর সময়ে দ্রাবড়িকে বলতে শোনা গিয়েছে, 'শুভমন গিল আমাদের অন্যতম আকর্ষণীয় তরুণ ব্যাটার।' আর অশ্বিন কিংবদন্তিকে জিজ্ঞাসা করেন, 'হ্যালো স্যর, কেমন আছেন?' দ্রাবিড় কথা বলেন সোবার্সের সঙ্গে।


 






বার্বাডোজ়ে ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তারই প্রস্ততিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেটারেরা। সোবার্স মাঠে আসার পরে সবার আগে এগিয়ে আসেন রোহিত। তার পরে একে একে বিরাট, অশ্বিনেরা এসে দেখা করেন তাঁর সঙ্গে। দ্রাবিড় একে একে এস কে ভরত, শুভমন গিল, শার্দূল ঠাকুরের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে এসে পরিচয় করান সোবার্সের সঙ্গে।




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial