IND vs WI: রান পেলেন না স্যামসন, হার্দিক, ১৮১-তে অল আউট ভারত
IND vs WI, 2nd ODI Live Score: প্রথম ম্যাচে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে সিনিয়র ২ ক্রিকেটার রোহিত ও বিরাটকে বিশ্রাম দেওয়া হল।
ABP Ananda Last Updated: 29 Jul 2023 11:16 PM
প্রেক্ষাপট
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs WI 1st ODI) বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বোলাররা। ফাস্ট বোলাররা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ধসের শুরুটা করলেও, ভারতীয় স্পিনাররা মূলত ওয়েস্ট...More
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs WI 1st ODI) বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বোলাররা। ফাস্ট বোলাররা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ধসের শুরুটা করলেও, ভারতীয় স্পিনাররা মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দুরন্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ওয়ান ডেতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন।কুলদীপ যাদব তিন ওভারে ছয় রানের বিনিময়ে চার উইকেট নেন। অপরদিকে, রবীন্দ্র জাডেজা ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নেন। কুলদীপ ও জাডেজা এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন। দুই স্পিনার মিলিয়ে এই ম্যাচে মোট সাত উইকেট নেন যা। এর আগে কোনও বাঁ-হাতি স্পিন জুটি একটি ওয়ান ডেতে এতগুলি উইকেট নিতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকারা। ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IND vs WI Live Score: ১৮১-তে অল আউট ভারত
১৮১ রানে অল আউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল।