IND vs WI: রান পেলেন না স্যামসন, হার্দিক, ১৮১-তে অল আউট ভারত

IND vs WI, 2nd ODI Live Score: প্রথম ম্যাচে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে সিনিয়র ২ ক্রিকেটার রোহিত ও বিরাটকে বিশ্রাম দেওয়া হল।

Continues below advertisement

LIVE

Background

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs WI 1st ODI) বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বোলাররা। ফাস্ট বোলাররা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ধসের শুরুটা করলেও, ভারতীয় স্পিনাররা মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দুরন্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ওয়ান ডেতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন।

কুলদীপ যাদব তিন ওভারে ছয় রানের বিনিময়ে চার উইকেট নেন। অপরদিকে, রবীন্দ্র জাডেজা ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নেন। কুলদীপ ও জাডেজা এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন। দুই স্পিনার মিলিয়ে এই ম্যাচে মোট সাত উইকেট নেন যা। এর আগে কোনও বাঁ-হাতি স্পিন জুটি একটি ওয়ান ডেতে এতগুলি উইকেট নিতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকারা। 

ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন। 

 
Continues below advertisement
23:16 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live Score: ১৮১-তে অল আউট ভারত

১৮১ রানে অল আউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। 

22:56 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live: বৃষ্টির জন্য খেলা বন্ধ

ভারতের অষ্টম উইকেটের পতন। বৃষ্টির জন্য খেলা বন্ধ।

21:02 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live Score: শুরু হল বৃষ্টি

খেলার মাঝপথেই বৃষ্টি শুরু। বন্ধ হল খেলা। 

20:58 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live: আউট হার্দিক, স্য়ামসন

ভারতের পঞ্চম উইকেটের পতন। ফিরে গেলেন হার্দিক, স্য়ামসনও। 

20:42 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live Score: আউট অক্ষর

ভারতের তৃতীয় উইকেটের পতন। ১ রান করেই ফিরলেন অক্ষর পটেল।

20:58 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live: দ্বিতীয় উইকেটের পতন

অর্ধশতরানের পর প্যাভিলিয়নে ফিরলেন ঈশান কিষাণও। 

20:26 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live Score: আউট গিল

৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শুভমন গিল। 

20:12 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live: অর্ধশতরান ঈশান কিষাণের

অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ। ৫টি বাউ্ন্ডারি ও ১টি ছক্কা হাঁকালেন তিনি। 

19:12 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live Score: ওপেনে শুভম-ঈশান জুটি

ওপেনে নেমেছেন শুভমন গিল ও ঈশান কিষাণ। 

19:09 PM (IST)  •  29 Jul 2023

IND vs WI Live: রোহিত, বিরাটকে বিশ্রাম

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে বদল। বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা, বিরাট কোহলিকে। দলে ঢুকলেন সঞ্জু স্যামন ও অক্ষর পটেল।

Sponsored Links by Taboola