Ishan Kishan: টেস্টে প্রথম হাফসেঞ্চুরির পর ঋষভকে কৃতজ্ঞতা জানাচ্ছেন ঈশান

Ind vs WI: পোর্ট অফ স্পেনে ঝোড়ো হাফসেঞ্চুরি করে  ঈশান কিষাণ দেখিয়ে দিয়েছেন, তিনি দায়িত্ব সামলাতে প্রস্তুত। ৩৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস।

Continues below advertisement

পোর্ট অফ স্পেন: ঋষভ পন্থ সুস্থ (Rishabh Pant) থাকলে তিনি হয়তো এখন দেওধর ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন। আর রুরকির বাঁহাতি ব্যাটার থাকতেন ওয়েস্ট ইন্ডিজে। কিন্তু পন্থের গাড়ি দুর্ঘটনা আর গুরুতর জখম হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তাঁর সামনে জাতীয় টেস্ট দলের দরজা হাট করে খুলে দিয়েছে। কে এস ভরতকে পেরিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টেই ভারতের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন।

Continues below advertisement

আর পোর্ট অফ স্পেনে ঝোড়ো হাফসেঞ্চুরি করে  ঈশান কিষাণ (Ishan Kishan) দেখিয়ে দিয়েছেন, তিনি দায়িত্ব সামলাতে প্রস্তুত। ৩৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। টেস্টে ঝাড়খণ্ডের ক্রিকেটারের প্রথম হাফসেঞ্চুরি। সেই ইনিংসের পর ঈশান কৃতজ্ঞতা জানাচ্ছেন পন্থকে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে ঈশান বলেছেন, 'এখানে আসার আগে আমি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলাম। সেখানে প্র্যাক্টিস করছিলাম। ঋষভও ওখানে আছে। ওর রিহ্যাব চলছে। ও আমাকে কয়েকটা পরামর্শ দেয়। আমার ব্যাট পোজিশন নিয়ে কথা বলে।' মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের তরুণ যোগ করেছেন, 'ও আমাকে দীর্ঘদিন ধরে দেখছে। আমরা অনেকদিন একসঙ্গে খেলেছি। আমরা অনূর্ধ্ব ১৯ স্তর থেকে একসঙ্গে খেলছি। প্রচুর ম্যাচ খেলেছি। ও জানে আমি কীভাবে খেলি। আমার মানসিকতা কেমন থাকে। সেই কারণেই ও আমার ব্যাট পজিশন ও অন্যান্য সব বিষয়ে সামান্য কিছু পরামর্শ দিয়েছে। আমিও চেয়েছিলাম আমার ব্যাটিং নিয়ে কেউ কিছু বলুক। ও যে এগিয়ে এসে আমাকে পরামর্শ দেবে, সেটা দারুণ এক ব্যাপার। আমি ওর কাছে কৃতজ্ঞ।'

দ্বিতীয় টেস্টে সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।

আজ, সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?

আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola