নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৪০ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় দিনের খেলার শেষ পর্যন্ত ভারতের সবচেয়ে সফল বোলারের নাম রবীন্দ্র জাডেজা। তিনি একাই ৩ উইকেট নিয়ে নিয়েছেন। কুলদীপ যাদব ১ উইকেট নিয়েছেন। 

Continues below advertisement

দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে তরুণ প্রজন্মের প্রশংসা শোনা গেল জাডেজার গলায়। তিনি বলছেন, ''শুভমন গিল অধিনায়ক হিসেবে দারুণ পারফর্ম করছে শেষ দুটো সিরিজে। গৌতম গম্ভীরের কোচিংয়ে নতুন দলটি দারুণ খেলছে। গিল ইংল্য়ান্ডে গোটা সিরিজে ভাল খেলেছে। এখানেও দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করল। ইংল্যান্ডে দ্বিশতরানও হাঁকিয়েছিল। জয়সওয়ালও গত ২ বছরে দরুণ খেলছে ব্যাট হাতে। তরুণ প্রজন্ম নিজেদের দায়িত্ব নিতে শিখে গিয়েছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর।''

তারকা বাঁহাতি অলরাউন্ডার আরও বলছেন, ''ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জল। দলের তরুণ প্লেয়াররা ব্যাট হাতে বড় বড় ইনিংস খেলছে। লম্বা পার্টনারশিপ গড়ে তুলছে। এটাই বড় খবর। দলের প্রত্যেক সদস্য চাপ নিতে দায়িত্ব নিতে তৈরি।''

Continues below advertisement

এদিকে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে যশস্বীকে তাঁর রান আউট নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। যশস্বী বলেন, 'আমি সব সময় চেষ্টা করি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার। আমি ক্রিজে থাকলে আমার কাজই হল ইনিংস টেনে নিয়ে যাওয়া এবং যতক্ষণ সম্ভব ব্যাটিং করা। রান আউট তো খেলার অঙ্গ। ঠিক আছে।' বিতর্ক জিইয়ে রাখতে চাননি বাঁহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বড় রানের দিকে এগচ্ছিল ভারত। প্রথম টেস্টে তেমন রান না করতে পারলেও দ্বিতীয় টেস্টে নজর কাড়ছিলেন যশস্বী জয়সওয়াল। আত্মবিশ্বাস, ধৈর্য এবং প্রয়োজনে মারমুখী ব্যাটিং, সব মিলিয়ে প্রথম দিন শেষেই নিজের স্কোরকার্ডে ১৭৩ রান তুলে ফেলেছিলেন যশস্বী।

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু তাঁর ইনিংসটি সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়। যশস্বী বলটি মিড অফ এলাকায় পাঠান এবং ফিল্ডার না দেখে এবং শুভমন গিলের কলে দৌড়ে যান। তারপর নন স্ট্রাইকার গিল তাঁকে ফেরত পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত, যশস্বীর ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় ছিল না। ক্রিজে জমে যাওয়া যশস্বীকে রান আউট করতে দেরি করেননি উইকেটকিপার।