কলকাতা: আজ ফের দর্শকদের কলরবে মুখরিত হয়ে উঠবে ক্রিকেটের ননন্দকানন ইডেন (Eden Gardens)। আজ সন্ধেবেলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের (India vs West Indies) তৃতীয় টি-২০ ম্যাচ। সাধারণ দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও, সিএবি-র (CAB) সদস্যরা ম্যাচ দেখতে যেতে পারবেন।


আজকের ম্যাচে খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁদের ১০ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। বিরাট ও পন্থ না থাকায় আজ ভারতীয় দলে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ফলে আজ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা।


নতুন অধিনায়ক রোহিতের (Rohit Sharma) নেতৃত্বে টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। আট মাস পরেই অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। তার প্রস্তুতি হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজকে দেখেছিল ভারতীয় দল। আজকের ম্যাচে ওপেনার হিসেবে নতুন কাউকে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। কে এল রাহুল না থাকায় টপ অর্ডারে সুযোগ দেওয়া হয়েছিল ঈশান কিষানকে। কিন্তু তিনি দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। চলতি সিরিজের প্রথম ম্যাচে ৪২ বলে ৩৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে ১০ বলে মাত্র ২ রান করেন তিনি। সেই কারণে আজ ঈশানের বদলে রুতুরাজকে সুযোগ দেওয়া হতে পারে। তবে ক্রিকেটমহলের একাংশের আবার বক্তব্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজের পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ। তাই ঈশানকে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে। 





মিডল অর্ডারে অবশ্য শ্রেয়সের সুযোগ পাওয়া নিয়ে খুব একটা সংশয় নেই। শুধু আজকের ম্যাচেই নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও খেলবেন না বিরাট। তাঁর বদলে সুযোগ পেতে পারেন শ্রেয়স। তিনি এখনও পর্যন্ত চলতি সিরিজে খেলার সুযোগ পাননি। আজ অবশ্য তাঁকে খেলতে দেখা যেতে পারে।


এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স। ফলে তাঁকে নিয়ে বাংলার ক্রিকেটপ্রেমীদের বিশেষ উৎসাহ রয়েছে। কেকেআর-এর ঘরের মাঠ ইডেনে খেলার সুযোগ পেলে শ্রেয়স কেমন পারফরম্যান্স দেখান, সেদিকে তাকিয়ে কেকেআর সমর্থকরা।