India vs West Indies 4th T20 Live : যশস্বী-শুবমানের দুরন্ত ব্যাটিং, ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

India vs West Indies : শুরুতেই জোড়া টি ২০ ম্যাচে হারলেও শেষ তথা সিরিজের তৃতীয় খেলাতে ৭ উইকেটে জিতেছে ভারতীয় দল। এই ম্যাচে জিতে আপাতত ২-২ করাই লক্ষ্য ভারতের।

ABP Ananda Last Updated: 12 Aug 2023 11:24 PM

প্রেক্ষাপট

জোড়া ধাক্কার পর ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার লড়াই সমতা ফেরানোর। ৫ ম্যাচের টি সিরিজে আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় দল। শুরুতেই...More

India vs West Indies Live Updates : ৯ উইকেটে জিতল ভারত, সিরিজ ২-২

দলকে জয়ের চৌকাঠে পৌঁছে দিলেন যশস্বী। ৫১ বলে ১১ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৪ রানের দুরন্ত ইনিংস তাঁর।