India vs West Indies 4th T20 Live : যশস্বী-শুবমানের দুরন্ত ব্যাটিং, ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

India vs West Indies : শুরুতেই জোড়া টি ২০ ম্যাচে হারলেও শেষ তথা সিরিজের তৃতীয় খেলাতে ৭ উইকেটে জিতেছে ভারতীয় দল। এই ম্যাচে জিতে আপাতত ২-২ করাই লক্ষ্য ভারতের।

ABP Ananda Last Updated: 12 Aug 2023 11:24 PM
India vs West Indies Live Updates : ৯ উইকেটে জিতল ভারত, সিরিজ ২-২

দলকে জয়ের চৌকাঠে পৌঁছে দিলেন যশস্বী। ৫১ বলে ১১ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৪ রানের দুরন্ত ইনিংস তাঁর।

India vs West Indies Live : ১৬৫ রানের পার্টনারশিপ যশস্বী-শুবমানের

৪৭ বলে ৩ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেন শুবমান গিল। তাঁকে নিয়ে ওপেনিং জুটিতে যশস্বী করলেন ১৬৫ রানের দুরন্ত পার্টনারশিপ।

India vs West Indies Live Updates : ১৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত

তরতরিয়ে এগোচ্ছে ভারতের ইনিংস। ১৫০ রানের গণ্ডি টপকে গেল টিম ইন্ডিয়া। যশস্বী-শুবমানের ব্যাটে ভর করে ১৫ ওভারের শেষে স্কোর বিনা উইকেটে ১৫৭ রান।

India vs West Indies Live : যশস্বীর অর্ধশতরান

হাফ সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালেরও। ১১ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১৩ রান।

India vs West Indies Live Updates : শুবমানের অর্ধশতরান

ব্যাটে রান ফিরল শুবমানের। দুরন্ত অর্ধশতরান গিলের।

India vs West Indies Live : ১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত

দুরন্ত ব্যাটিং যশস্বী-শুবমানের। ১০ ওভারের শেষে বিনা উইকেটে ১০০ রানে পৌঁছে গেল ভারত।

India vs West Indies Live Updates : ৫০ রান ভারতের

৫ ওভারে ৫০ রান ভারতের। বিনা উইকেটে। 

India vs West Indies Live : যশস্বী, শুবমানের পাল্টা

যশস্বী, শুবমানের পাল্টা ঝোড়ো শুরু। বাউন্ডারি বর্ষণ ফ্লোরিডায়। ৩ ওভারের শেষে বিনা উইকেটে ২৮ রান ভারতের।

India vs West Indies Live Updates : ঝোড়ো ইনিংস হেটমায়ারের, ১৭৮ তুলল ওয়েস্ট ইন্ডিজ

দুরন্ত অর্ধশতরান শিমরন হেটমায়ারের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান তুলল ক্যারিবিয়ানরা।

India vs West Indies Live : ১৫০ রানের গণ্ডি টপকে গেল ওয়েস্ট ইন্ডিজ

১৫০ রানের গণ্ডি টপকে গেল ওয়েস্ট ইন্ডিজ। অর্ধশতরান হাঁকালেন শিমরন হেটমায়ার। ১৮ ওভারের শেষে ৭ উইকেটে ১৫৩ রান ক্যারিবিয়ানদের।

India vs West Indies Live Updates : হোল্ডারকে ফেরালেন মুকেশ

জেসন হোল্ডারকে (৩) ফেরালেন মুকেশ কুমার। ১৬ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১৩২ রান।

India vs West Indies Live : ৪৫ রানে আউট হোপ

ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটের পতন। চাহালের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন শাই হোপ। 

India vs West Indies Live Updates : ১০ ওভারে ভারতের স্কোর ৭৯/৪

১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ৭৯ রান তুলে নিল ভারতীয় ক্রিকেট দল। 

India vs West Indies Live : নিকোলাস পুরাণ ও রভম্যান পাওয়েলকে ফেরালেন কুলদীপ যাদব

ক্যারিবিয়ানদের বড় ধাক্কা কুলদীপের। ছন্দে থাকা নিকোলাস পুরাণকে (০) খাতা খুলতে না দিয়েই সাজঘরে ফেরালেন ভারতীয় স্পিনার। একই ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েলও (১) তাঁর শিকার।  ৭ ওভারের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৪ উইকেটে ৫৭ রান। 

India vs West Indies Live Updates : ব্র্যান্ডন কিংকেও (১৮) সাজঘরে ফেরালেন অর্শদীপ

কুলদীপ যাদবের দুরন্ত ক্যাচ। ব্র্যান্ডন কিংকেও (১৮) সাজঘরে ফেরালেন অর্শদীপ সিংহ। ৬ ওভারের পাওয়ার প্লে শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫৫ রান।

India vs West Indies Live : কাইল মায়ার্সকে (১৭) ফেরালেন অর্শদীপ সিংহ

ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত দেওয়া কাইল মায়ার্সকে (১৭) ফেরালেন অর্শদীপ সিংহ। ৪ ওভারের শেষে ওয়েস্ট ইন্জিজের স্কোর ১ উইকেটে ৩৬ রান। 

India vs West Indies : স্পিনের বিরুদ্ধে মারমুখী ক্যারিবিয়ানরা

অক্ষর প্যাটেলের হাত ধরে স্পিন দিয়ে শুরু হার্দিক পাণ্ড্যর। ভারতের বিরুদ্ধে মারমুখী স্ট্র্যাটেজি। প্রথম ওভারে বিনা উইকেটে ১৪ রান ওয়েস্ট ইন্ডিজের।

India vs West Indies Live : কত হত পারে স্কোর ?

ফ্লোরিডার মাঠের বাউন্ডারি খুব বড় নয়। সঙ্গে ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটাররা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ১৭৫ থেকে ১৮০ রান হতে পারে ভাল স্কোর। 

India vs West Indies : টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েলের

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েলের। গত ম্যাচের প্রথম একাদশই ধরে রাখল টিম ইন্ডিয়া। যশস্বী ও শুবমান শুরু করবেন ইনিংস।

India vs West Indies Live : বৃষ্টির আশঙ্কা

ব্য়াটিং সহায়ক পিচ হওয়ার সম্ভাবনা ফ্লোরিডায়। যদিও খেলার ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি।

India vs West Indies : কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ ?

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ সিংহ, অর্শদীপ সিংহ, যুযবেন্দ্র চাহাল, মুকেশ কুমার। 

প্রেক্ষাপট

জোড়া ধাক্কার পর ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার লড়াই সমতা ফেরানোর। ৫ ম্যাচের টি সিরিজে আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় দল। শুরুতেই জোড়া টি ২০ ম্যাচে হারলেও শেষ তথা সিরিজের তৃতীয় খেলাতে ৭ উইকেটে জিতেছে ভারতীয় দল। এই ম্যাচে জিতে আপাতত ২-২ করাই লক্ষ্য ভারতের।


প্রসঙ্গত, রবিবারই সিরিজের শেষ ম্যাচ। সেটাও ফ্লোরিডার মাঠেই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলার পরে শেষ দুটি ম্যাচ হচ্ছে মার্কিন মুলুকে। তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচই অপেক্ষা করছে দুই দলের জন্য। ভারতীয় ক্রিকেটারদের কাছে যে মাঠে খেলার অভিজ্ঞতা কার্যত নেই। উল্টোদিকে, কিছু ক্যারিবিয়ান ক্রিকেটার ইতিমধ্যে বেশ কিছু ম্যাচে খেলেছেন। ফ্লোরিডার মাঠে বেশ ভাল ট্র্যাক রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লসের।


সমতা ফেরানোর লড়াইয়ে কীরকম হতে পারে ভারতের প্রথম একাদশ- হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ সিংহ, অর্শদীপ সিংহ, যুযবেন্দ্র চাহাল, মুকেশ কুমার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.