নয়াদিল্লি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চাহালের ঘূর্ণি, শুভমন গিলের ব্যাটিং ঝড়। ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হোয়াইটওয়াশ করল ভারত (India)। সিরিজের শেষ ম্যাচে শিখর ধবনের অধিনায়কত্বে জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে ম্যাচ জিতল ভারত। ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস আরও বাড়ল টিম ইন্ডিয়ার। প্রথম ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতে নজির শিখর ধবন।


ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত: প্রথম দুই ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে তৃতীয় ওয়ান ডে-তে মাঠে নামে ভারত। প্রথম ম্যাচে যেখানে অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan) ৯৭ রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সেখানে অক্ষর পটেল অলরাউন্ড পারফরম্যান্সে হয়ে ওঠেন ভারতের নায়ক। তৃতীয় ম্যাচও জিতে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল  টিম ইন্ডিয়া। 


ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। বুধবার (২৭ জুলাই) তৃতীয় ওয়ান ডে খেলতে (IND vs WI 3rd ODI) মাঠে নেমে সেই অর্থে রেকর্ড গড়ল ভারত । মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। আর তা কাজেও লাগাল টিম ইন্ডিয়া। এই বছর ঘরের মাঠে রোহিতের ভারতও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল। সুতরাং, তৃতীয় ম্যাচ জয়ের এই রেকর্ডগুলি কিন্তু বাড়তি উদ্যমের জোগান দিয়েছে তা বলাই বাহুল্য। 


টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন। এই ম্যাচে নজর ছিল রবীন্দ্র জাডেজার ফিটনেসের উপরও। কিন্তু ম্যাচ ফিট না হওয়ায় তিনি খেলতে পারেননি। ভারতীয় একাদশে বদল বলতে একটাই ছিল, আবেশের বদলে প্রসিদ্ধ। বৃষ্টিতে ম্যাচের বিঘ্ন ঘটায় ওভার সংখ্যা কমিয়ে ৩৬ করা হয় । প্রথম ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ২২৫ রান তোলে ভারত। জবাবে ২৬ ওভারে ১৩৭ রান করে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১০/০। শুভমন গিল ও শিখর ধবন উভয়েই ৫ রানে ব্যাট করেন। তুলনামূলক মন্থর গতিতে ইনিংস শুরু করেন ভারতীয় ওপেনাররা। ৬ ওভারে শেষে বিনা উইকেটে ভারতের স্কোর ছিল ২৮। এদিকে পূর্বাভাস অনুযায়ী খেলার মাঝেই বৃষ্টি হয়। আর বৃষ্টির জন্য মাঝে বন্ধ হয়ে যায় খেলা। ভারতীয় সময় রাত সাড়ে ১১টার পর ফের খেলা শুরু হয়। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া।