কলকাতা: কাল থেকে ইডেনে (Eden Gardens) শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারতের (Team India) টি-২০ সিরিজ (T-20 Series)। একদিনের সিরিজের (ODI Series) তিনটি ম্যাচই জিতেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। ফলে টি-২০ সিরিজের আগে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। করোনা (COVID-19) আবহে ইডেনের গ্যালারি দর্শকশূন্য থাকলেও, নিজেদের সেরাটা দিতে তৈরি রোহিত, বিরাট কোহলিরা (Virat Kohli)।  


দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ভারতীয় দলের রেকর্ড উজ্জ্বল। দু’দল ভারতের মাটিতে এখনও পর্যন্ত সাতটি টি-২০ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। মাত্র দু’টি ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। এর মধ্যে ভারতের একটি হার ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে। ভারতের মাটিতে দু’দল টি-২০ ম্যাচে শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯-এর ডিসেম্বরে। সেই ম্যাচে ৬৭ রানে জয় পেয়েছিল ভারত।


এবার দেখে নেওয়া যাক টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের উল্লেখযোগ্য পারফরম্যান্স।


২০১৬ সালের অগাস্টে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৫১ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে রাহুল অসাধারণ পারফরম্যান্স দেখান। তিনি ১২টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা মারেন। কিন্তু এই অসাধারণ ইনিংস সত্ত্বেও ভারতকে জেতাতে পারেননি রাহুল। এক রানে হেরে যায় ভারত।


২০১৮ সালের নভেম্বরে লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬১ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় দল। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দল ২ উইকেটে ১৯৫ রান করে। শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের আক্রমণ করতে থাকেন রোহিত। তিনি ৩৮ বলে ৫০ রান পূরণ করার পর ৫৮ বলে শতরান পূর্ণ করেন।


ভারতের বিশাল রানের জবাব ৯ উইকেটে ১২৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও জসপ্রীত বুমরাহ দু’টি করে উইকেট নেন।


২০১৯-এর ডিসেম্বরে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান বিরাট কোহলি। তিনি ৫০ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক বিরাট। ক্যারিবিয়ানদের স্কোর ২০০ পেরিয়ে যায়। তবে বিরাটের অসাধারণ ইনিংসের সুবাদে ২০৮ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারেই জয় তুলে নেয় ভারতীয় দল। বিরাটের ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। ৯৪ রানই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিরাটের সর্বোচ্চ স্কোর।