হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজে শুধু দু’দলেরই লড়াই হবে না, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার মধ্যেও অদৃশ্য ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা জারি থাকবে। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রোহিত। তাঁর ঠিক পরের স্থানেই আছেন বিরাট। তাঁরা নিজেদের রান বাড়ানোর মাধ্যমেই দলকে জেতানোর চেষ্টা করবেন। কাল থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ। বিরাট ও রোহিতের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
এখনও পর্যন্ত ৯৩টি টি-২০ ম্যাচ খেলে ৩২.১৩ গড়ে ২,৪৩৯ রান করেছেন রোহিত। ৬৭ ম্যাচ খেলে বিরাট করেছেন ৫০ গড়ে ২,৪৫০ রান। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ৮০ ম্যাচে করেছেন ২,৪৩৬ রান। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। ফলে তাঁর সঙ্গে রানের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পান রোহিত। এবার ফের তাঁর সঙ্গে লড়াইয়ে থাকবেন বিরাট। তিনি এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২২টি অর্ধশতরান করেছেন। তবে একবারও শতরান করতে পারেননি। রোহিত চারটি শতরান এবং ১৮টি অর্ধশতরান করেছেন। গাপটিল দু’টি শতরান এবং ১৫টি অর্ধশতরান করেছেন।
আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তার আগে দল গুছিয়ে নেওয়াও ভারতের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য থাকবে। সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হবে কি না, সেদিকে সবার নজর থাকবে।
রোহিতকে টপকে আন্তর্জাতিকে টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারবেন বিরাট? নজর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে
Web Desk, ABP Ananda
Updated at:
05 Dec 2019 04:14 PM (IST)
এখনও পর্যন্ত ৯৩টি টি-২০ ম্যাচ খেলে ৩২.১৩ গড়ে ২,৪৩৯ রান করেছেন রোহিত। ৬৭ ম্যাচ খেলে বিরাট করেছেন ৫০ গড়ে ২,৪৫০ রান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -