ডমিনিকা : টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বাবা ও ছেলে দু'জনেরই উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব ঝুলিতে পুরলেন ভারতীয় বোলার। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ক্যারিবিয়ান ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপলের (১২) উইকেট নেন অশ্বিন। তেজনারায়ণ ওয়েস্ট ইন্ডিজের প্রখ্যাত ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপলের (Shivnarine Chanderpaul) ছেলে।
টেস্টে ক্রিকেটের মঞ্চে ২০১১ সালের রবিচন্দ্রন অশ্বিন প্রথমবার শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট পেয়েছিলেন। যারপর একাধিকবার সিনিয়র চন্দ্রপল হয়েছেন অ্যাশের ভেলকির শিকার। এবার তাঁর শিকার হলেন জুনিয়র চন্দ্রপলও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলার প্রথম দিনে চা পানের বিরতি পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন অশ্বিন। তেজনারায়ন চন্দ্রপল (Tagenarine Chanderpaul) ছাড়াও অধিনায়ক তথা ওয়েস্ট ইন্ডিজের অপর ওপেনার ক্রেগ ব্রেথওয়েট, অ্যালিক আথাজানে ও আলজারি জোসেফেকেও সাজঘরে ফিরিয়েছেন অশ্বিন যার মাঝে আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়ে ফেলেন তিনি।
প্রথম টেস্টের প্রথম দিনে চা বিরতি পর্যন্ত ১৩৭ রান তুলতে গিয়েই ৮ উইকেট খুইয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। অশ্বিনের ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।
এদিকে, প্রত্যাশামতোই টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। যিনি রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ভারতীয় ইনিংস ওপেন করবেন। সেই সঙ্গে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ঈশান কিষাণেরও (Ishan Kishan)। উইকেটকিপার হিসাবে কে এস ভরত (K S Bharat) নয়, কিষাণের ওপর ভরসা দেখাল ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক। ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল তিন পেসার হিসাবে খেলাচ্ছে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকটকে। দুই স্পিনার হিসাবে খেলছেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
আরও পড়ুন- অভিষেকের ব্রোঞ্জ, এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম পদক ভারতের ঝুলিতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন