ব্যাংকক: বুধবার এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) ব্রোঞ্জ জিতলেন অভিষেক পাল (Abhishek Pal)। ১০ হাজার মিটার দৌড়ে পদক জিতলেন তিনি। প্রতিযোগিতার প্রথম দিনই অভিষেকের হাত ধরে প্রথম পদক এল ভারতের ঘরে।
৪০০ মিটারের হিটে ৫৩.৫৮ সেকেন্ড সময় করে ফাইনালে পৌঁছেছেন ঐশ্বর্য মিশ্র । মহিলাদের ১৫০০ মিটার ফাইনালে ৪:২৭.৬১ সেকেন্ড সময় করে সপ্তম স্থানে শেষ করেছেন লিলি দাস ।
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ তাইল্যান্ড হলেও, ম্যাসকট করা হয়েছে বজরংবলীকে । হনুমানকে প্রতিযোগিতার ম্যাসকট করা হয়েছে । হিন্দুরা যাঁকে ঈশ্বর রূপে পুজো করেন ।
ভারতীয় পুরাণ মতে, প্রভু রামের ভক্ত হিসাবে পূজিত হন হনুমান । এশীয় অ্যাথলেটিক্স সংস্থা প্রতিষ্ঠার ৫০তম বছর। আর সুবর্ণজয়ন্তী বর্ষে সেই হনুমানকেই ম্যাসকট করল এশীয় অ্যাথলেটিক্স সংস্থা ।
নিজেদের ওয়েবসাইটে এশীয় অ্যাথলেটিক্স সংস্থা জানিয়েছে, প্রভু রামের সেবায় হনুমান অসাধারণ দক্ষতার প্রদর্শন করেছিলেন । গতি, শক্তি, সাহস আর বুদ্ধিমত্তার সাহায্যে । তাঁর নিষ্ঠা ও দায়বদ্ধতাই হনুমানের মহত্ব । ২৫তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ সালের লোগো থেকে অ্যাথলিটদের দক্ষতা, টিমওয়ার্ক, অ্যাথলেটিসিজম, নিষ্ঠা, সাধনা ও খেলোয়াড়সুলভ মানসিকতার প্রতিফলন । ১৬ জুলাই শেষ হবে পাঁচ দিনব্যাপী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন