নয়াদিল্লি : প্রথম ম্যাচে বিপর্যয়ের পর, পুনরায় ছন্দে ফিরেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জিম্বাবোয়েকে কার্যত উড়িয়ে দিয়েছে। ৫ ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে তরুণ তুর্কিতে ঠাসা টিম ইন্ডিয়া। সিরিজ জয় থেকে আর মাত্র এক ম্যাচ জয়ের ব্যবধান। এই পরিস্থিতিতে আজই সিরিজ পকেটে পুড়ে নিতে চাইছে শুভমন-গিল নেতৃত্বাধীন ব্রিগেড। India vs Zimbabwe T20 Match


১৯৯০-এর দশকে বা ২০০০-এর পরের কয়েক বছরে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ যতটা জমে উঠত, সম্ভবত সেই উত্তেজনা হয়তো এখন অনেকটাই ফিকে। তবে, দুই দলকে নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করতে রাজি নয় ক্রিকেটের ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ, উভয় দলই তরুণ ক্রিকেটারে সমৃদ্ধ। কার্যত রূপান্তরের নতুন যুগে উভয় দল। যদিও ফেভারিট হিসাবেই শুরু করেছে মেন ইন ব্লু। আজ জিতলে জয়ের হ্যাটট্রিক হয়ে যাবে ভারতের। 


টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের কয়েকজন তারকা ক্রিকেটারও এই শিবিরে যোগ দেওয়ায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। এই তালিকায় রয়েছেন- যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন। এই পরিস্থিতিতে আজ রিয়ান পরাগকে বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ম্যাচে অর্ধ শতরান করা শুভমন গিল আজও ওপেন করতে পারেন। এর অর্থ, দ্বিতীয় ম্যাচে ঝোড়ো শতরান করা অভিষেক শর্মা ৩ নম্বরে আসতে পারেন। 


কবে কখন কোথায় ভারত-জিম্বাবোয়ে চতুর্থ টি২০ ম্যাচ ?


আজ শনিবার রয়েছে ভারত বনাম জিম্বাবোয়ে চতুর্থ টি২০ ম্যাচ। ভারতীয় সময় বিকাল সাড়ে ৪টে থেকে দেখতে পাবেন এই ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাবের ময়দানে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। 


কোথায় দেখবেন এই ম্যাচ ?


ভারত-জিম্বাবোয়ের চতুর্থ টি২০ ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।  


 কেমন হতে পারে ভারতীয় দল ?


যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণৈ, আবেশ খান ও খলিল আহমেদ।


এই সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন ঋতুরাজ। তিনি মোট ১৩৩ রান করেছেন। গড় ৬৬.৫০। অন্যদিকে, জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ডিওন মেইয়ারস। তাঁর সংগ্রহে ৮৮ রান।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।