মেলবোর্ন: জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সুপার ১২-তে এটাই শেষ ম্যাচ ভারতের। এখনও পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়নি। তাই জিম্বাবোয়ে ম্যাচ অবশ্যই জিততে হবে ভারতকে। দলের প্রত্যেকেই মোটমুটি ফর্মেই রয়েছেন। বর্তমানে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। নেট রান রেটের সুবাদে দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার ১২-র শেষদিনে প্রথম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ও শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের লড়াই। নিজেদের ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে এবং ভারত যদি জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে এই দুই দলই নিঃসন্দেহে সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেলবে। সেক্ষেত্রে আট পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পৌঁছবে ভারত। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে যোগ্যতাঅর্জন করবে প্রোটিয়া দল।


টি-টােয়েন্টি বিশ্বকাপ ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ কবে?
আজ, ৬ নভেম্বর, বুধবার ভারত বনাম জিম্বাবোয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।


কোথায় হবে খেলা?
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচটি খেলা হবে।


কখন শুরু ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী দুুপুর ১.৩০ থেকে শুরু ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচটি। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টায়।




কোথায় দেখা যাবে ভারত বনাম জিম্বাবোয়ে এই ম্যাচটি?



স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত বনাম জিম্বাবোয়ে এই ম্য়াচটি দেখতে পারবেন।


 


বর্তমান বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেটারদের মধ্য়ে বিরাট কোহলির নাম একেবারে শীর্ষে থাকবে। ভারতবর্ষ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তেই কোহলি অনুরাগীর অভাব নেই। এমনই এক অনুরাগী হলেন ইংল্যান্ডের এলি। দৃষ্টিহীন হলেও, ইংরেজ অনুরাগী কোহলির বড় ভক্ত। চোখে দেখতে না পারলেও, বিরাটের জীবনের না না কাহিনী শুনে শুনেই অনুপ্রাণিত হয়েছেন এলি। নিজের জন্মদিনে এই সমর্থকদের এক ভিডিও দেখে আবেগাপ্লুত খোদ বিরাটও।


ভারতের গত ইংল্যান্ড সফরে নটিংহ্যামে বিরাট কোহলিদের ম্যাচে উপস্থিত ছিলেন এলি। সেইসময়ই তাঁর বিরাটপ্রীতির গল্প ক্যামেরাবন্দী হয়। আজ, শনিবার, বিরাটের জন্মদিনে মেলবোর্নে তাঁকে সেই ভিডিও দেখানো হলে, বিরাটও নিজের আবেগ চেপে রাখতে পারেননি। সঙ্গে সঙ্গেই নিজের অনুরাগীকে সই করা জার্সি এবং ব্যাট উপহার দেওয়ার পাশাপাশি পরবর্তী ইংল্যান্ড সফরে তাঁর সঙ্গে দেখা করারও অঙ্গীকার করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।