নয়াদিল্লি: ক্রিকেট মাঠে দু-দল সম্প্রতি একে অপরের মুখোমুখি হয়নি। তবে মাঠের বাইরে ভারতকে চাপে ফেলতে গিয়ে পাল্টা বাউন্সারে বিব্রত পাকিস্তানই।

পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচিতে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে সেনা টুপি পরে খেলতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েক বছর আগে ক্রিকেট মাঠে রাজনৈতিক বক্তব্য পেশ করার অভিযোগে ইমরান তাহির ও মইন আলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল আইসিসি। পিসিবি দাবি করেছিল, ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হোক।

যদিও সোমবার আইসিসি থেকে বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, নিহত জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য সেনা টুপি পরে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।

আইসিসি-র জেনারেল ম্যানেজার (স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস) ক্লেয়ার ফারলং একটি বিবৃতিতে জানিয়ছেন, নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং বিশেষ তহবিল তৈরির জন্য ক্রিকেটারদের সেনা টুপি পরে মাঠে নামার অনুমতি চেয়েছিল বিসিসিআই। সেই অনুমতি দেওয়াও হয়েছিল। ভারতীয় বোর্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে কোনও প্রশ্নই উঠছে না, সেই বার্তাই যেন দিয়ে রাখল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।