মোহালি:  ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)-এর সমালোচনা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বললেন, এটা একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। প্রায় প্রতি ম্যাচেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে।

রবিবার রাতে মোহালিতে চলতি সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে অ্যাশটন টার্নারের অপরাজিত ৪৩ বলে ৮৪ রানে ভর করে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। কিন্তু ইনিংসের শুরুতেই একবার আউট হতে গিয়েও রক্ষা পান তিনি। ভারত ডিআরএস নিয়েছিল। স্নিকোমিটারে স্পাইকও দেখা যায়। কিন্তু তাঁকে নট আউট ঘোষণা করা হয়।

ঋষভ পন্ত টার্নারকে স্টাম্পড করার সুযোগ নষ্ট করেন। ডিআরএসে  রিপ্লেয় দেখা যায়, সেই বলটি টার্নারের ব্যাটের কানা ছুঁয়ে পন্থের গ্লাভসে গিয়ে জমা হয়।

মোহালিতে অস্ট্রেলিয়ার কাছে চার উইকেটে হারের পর কোহলি বলেছেন, ডিআরএসের সিদ্ধান্ত বিস্ময়কর। এটা আদৌ সামঞ্জস্যপূর্ণ নয়। প্রত্যেক ম্যাচেই ব্যাপারটি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে।

নয় উইকেটে পাহাড়প্রমাণ ৩৫৮ রান করার পরও ভারতকে হারতে হয়েছে। সিরিজ কার দখলে যাবে তা স্থির হবে বুধবার মোহালিতে।

মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে ঋষভ স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। সবমিলিয়ে ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি। কোহলি বলেছেন, আমাদের ফিল্ডিং ঠিকঠাক হয়নি। আমাদের সুযোগ সুযোগগুলি কাজে লাগানো উচিত ছিল।

অস্ট্রেলিয়ার ইনিংসে শিশিরও একটা বড় ভূমিকা নিয়েছিল।

কোহলি বলেছেন, উইকেট সারাক্ষণই ভালো ছিল। কিন্তু দুটি ম্যাচে শিশির দলের পক্ষে প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল। একইসঙ্গে কোহলি বলেছেন, এটা কিন্তু কোনও অজুহাত নয়। অ্যাশটন দারুণ একটা ইনিংস খেলল। পিটার হ্যান্ডসকোম্ব ও উসমান খোয়াজার পার্টনারশিপটা ছিল দুর্দান্ত।

কোহলি বলেছেন, ওরা আমাদের তুলনায় ভালো খেলেছে। রেকর্ড রান তাড়া করেছে ওরা। যোগ্য দল হিসেবেই ওরা জিতেছে।

শিশিরের জন্য স্পিনারদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন কোহলি।