গম্ভীর আউট, বিজয়-পূজারার জোড়া হাফসেঞ্চুরি, লাঞ্চ পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ১৬২
ABP Ananda, web desk | 11 Nov 2016 11:49 AM (IST)
রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৬২।ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৫৩৭ রান। গতকালের বিনা উইকেটে ৬৩ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। কিন্তু শুরুতেই ফিরে যান গৌতম গম্ভীর (২৯)। স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন তিনি। দলের ৬৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। কিন্তু এরপর ইনিংসের হাল ধরেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ৯৪ রান।বিজয় ৫৭ ও পূজারা ৬২ রানে ব্যাট করছেন।