নয়াদিল্লি: আইসিসি-র সঙ্গে বিসিসিআই-এর চলতি বিরোধ না মিটলে আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না ভারতীয় দল। বোর্ড সূত্রে এমনই জানা গিয়েছে।
আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের ঝামেলা তুঙ্গে উঠেছে। শনিবার সাংবাদিক সম্মেলনে মনোহরের বিরুদ্ধে তোপ দেগেছেন অনুরাগ। তাঁর দাবি, বিসিসিআই সভাপতি থাকার সময় বোর্ডের স্বার্থ দেখেননি মনোহর। তিনি নিজের স্বার্থে কাজ করেছেন। এখনও ভারতীয় বোর্ডের বিরুদ্ধে কাজ করছেন। অনুরাগের এই বক্তব্যের পরেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার জল্পনা শুরু হয়েছে।
আইসিসি-র সঙ্গে বিসিসিআই-এর বিরোধের মূল কারণ হল চ্যাম্পিয়ন্স ট্রফির আর্থিক বরাদ্দ। এ বছর ভারতে অনুষ্ঠিত হয়েছে টি-২০ বিশ্বকাপ। ২৭ দিন ধরে চলা এই টুর্নামেন্টে ৫৮টি ম্যাচ হয়েছিল। তার জন্য বিসিসিআই-কে ৩০০ কোটি টাকা দিয়েছিল আইসিসি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ১৮ দিনে ১৫টি ম্যাচ হলেও, তার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ৯০০ কোটি টাকা দিতে চলেছে আইসিসি। এই আর্থিক বৈষম্যের তীব্র বিরোধিতা করেছে বিসিসিআই। বিবাদ চরমে পৌঁছেছে। সহজে নিজেদের দাবি থেকে সরে আসতে নারাজ বোর্ড। অনুরাগ যুদ্ধং দেহী মনোভাব দেখাচ্ছেন। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না ভারত!
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2016 03:00 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -