নয়াদিল্লি: ঘূর্নি পিচে অস্ট্রেলিয়াকে ঘায়েল করতে গিয়ে নিজেদেরই পাতা ফাঁদে পড়তে হয়েছে ভারতকে। এই অবস্থায় চলতি সিরিজের বাকি তিনটি টেস্টে স্পোর্টিং পিচ বানানোর পক্ষে সওয়াল করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ডার-গাওস্কর সিরিজের প্রথম টেস্টে পুনেতে অস্ট্রেলিয়ার কাছে সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে টিম ইন্ডিয়া।


অসি বাঁহাতি স্পিনার ও'কিফির বোলিং দাপটে ভারত দুই ইনিংসে যথাক্রমে ১০৫ ও ১০৭ রানে গুটিয়ে যায়। ও'কিফি দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭২ রানে ১২ উইকেট এবং নাথন লিওন পাঁচ উইকেটে নিয়েছেন। অসি স্পিনারদের সামনে, বিশেষ করে, ম্যাচের তৃতীয় দিনে রীতিমতো অসহায় দেখিয়েছে ভারতের ব্যাটিং লাইনআপকে।

ও'কিফি ও লিওন যেভাবে অভ্রান্ত নিশানায় বল করেছেন তার প্রশংসা করেছেন সৌরভ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, অসি স্পিনাররা এভাবে বোলিং করলে ভারত এবার টার্নি পিচ করতে ভয় পাবে।

সৌরভ আরও বলেছেন, অসি স্পিনারদের এই বোলিং দেখে টিম ইন্ডিয়া নিশ্চয় বিস্মিত

তিনি বলেছেন, ভারতে টার্নার পিচ এই প্রথম নয়। কারণ ভারত মনে করে, তাদের স্পিনাররা অস্ট্রেলিয়ার স্পিনার থেকেও বেশি নিখুঁত। কিন্তু পুনেতে ও'কিফি ও লিওন যেভাবে বল করল তা বাকি সিরিজের ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে।

পুনের ম্যাচে হারে ভারতের আশা শেষ হয়ে যায়নি। সৌরভ বলেছেন, এই হারের ধাক্কা সামলে বেঙ্গালুরুতে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে ভারত। তিনি বলেছেন, ভারত পরের ম্যাচ থেকে অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ভালো খেলবে। এই প্রসঙ্গে সৌরভ দু বছর আগে গল টেস্টের কথা মনে করিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে গলে রঙ্গনা হেরাটের স্পিনে কুপোকাত্ হয়েছিল ভারত। কিন্তু এরপরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত এবং সিরিজও জেতে।

সৌরভ বলেছেন, ভারতীয় দল খুবই শক্তিশালী। কিন্তু পুনের মতো পিচে না খেলারই পরামর্শ দিয়েছেন সৌরভ। ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন হয়েছিল, তেমনি ম্যাচ পাঁচ দিন পর্যন্তই খেলার উপযোগী পিচ হওয়া উচিত।

সৌরভ বলেছেন, পুনেতে যদি ভারত টসে জিতত তাহলে ফলাফল আলাদা হতে পারত। কিন্তু টেস্ট ক্রিকেটে জেতা-হারাটা টসের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। বেঙ্গালুরু, রাঁচি ও ধর্মশালায় স্পোর্টিং পিচ করার পক্ষে সওয়াল করেছেন তিনি। পিচ ভালো হলে ম্যাচ চতুর্থ ও পঞ্চম দিন পর্যন্ত গড়াবে। ভালো পিচে খেললেই ভারত ভালো ফল করতে পারে।