কলম্বো: ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে মসৃণ নয়। তাই বহুদিন ধরেই দুই পড়শি দেশ একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। সেই কারণেই যখন কোনও টুর্নামেন্টে ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মাঠে নামে, তখন উত্তেজনার পারদ আরও বেশি করে চড়তে থাকে।
নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে দুই ক্রিকেটীয় মহাশক্তি। সেই ম্যাচের টিকিট বিক্রি ইতিমধ্যেই শেষ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এক বা দুই নয়, তিন-তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সরকারিভাবে কিছু জানানো না হলেও, পরের মাসের শেষের দিকে ২৭ অগাস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে এশিয়া কাপের (Asia Cup 2022) আসর। এই টুর্নামেন্টেই ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে।
২৮ অগাস্ট ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই পাঁচ দল ইতিমধ্যেই টুর্নামেন্টের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। আমিরশাহি, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকংয়ের মধ্যে একটি দেশ, ষষ্ঠ দল হিসাবে এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবে। টুর্নামেন্ট শুরুর আগেই যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচগুলি খেলা হবে। পাকাপাকিভাবে কিছু ঠিক না হলেও, আগামী ২৮ অগাস্ট ভারত-পাকিস্তান একে অপরের মুথোমুখি হবে।
সম্ভাব্য এশিয়া কাপ ফর্ম্য়াট
এই টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ করে দেওয়া হবে ছয়টি দলকে। ভারত-পাকিস্তান এক গ্রুপেই পড়তে পারে। সেক্ষেত্রে ২৮ তারিখ তাদের ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে দুইটি করে দল সুপার চারে পৌঁছবে। সেখানেও প্রত্যেকে বাকি তিন দলের মুখোমুখি হবে। এরপর ফাইনাল মিলিয়ে মোট ১৩টি ম্যাচ খেলা হতে পারে মূলপর্বে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ফাইনালে পৌঁছলে তিনটি ম্যাচ খেলতে হতে পারে তাদের।
তবে টুর্নামেন্টের ফর্ম্যাট বা দিনক্ষণ কোনও কিছুই এখনও সরকারিভাবে নির্ধারিত হয়নি। শুধুমাত্র শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপ আয়োজন করবে, এটাই নিশ্চিত। তবে দ্বীপরাষ্ট্রের যা পরিস্থিতি, তাতে আদৌ সেখানে এই টুর্নামেন্ট আয়োজন করা যাবে কি না, সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যায়।
আরও পড়ুন: শেষ ওভারের থ্রিলার, বিধ্বংসী ব্য়াটিংয়ে বিশ্বরেকর্ড কিউয়ি তারকার