মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল বেছে নিলেন নির্বাচকেরা। দলের অধিনায়ক মিতালি রাজই (Mithali Raj)। প্রত্যাশামতোই বাংলার তিন ক্রিকেটার রয়েছেন দলে। ঝুলন গোস্বামী (Jhulan Goswami), রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ম্যাচও খেলবে ভারত।


বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই নিউজিল্যান্ডে গিয়ে কিউয়ি মহিলা দলের সঙ্গে পাঁচটি ওয়ান ডে খেলবে ভারত। ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ ফেব্রুয়ারি (নেপিয়ার), ১৪ ফেব্রুয়ারি (নেলসন), ১৬ ফেব্রুয়ারি (নেলসন), ২২ ফেব্রুয়ারি (কুইন্সটাউন) ও ২৪ ফেব্রুয়ারি (কুইন্সটাউন)। যেহেতু নিউজিল্যান্ডেই আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ, তাই অনেক আগেই নিউজিল্য়ান্ডে পৌঁছে প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারতীয় দল। সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া।


পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত। ৯ ফেব্রুয়ারি নেপিয়ারে টি-টোয়েন্টি ম্য়াচ দিয়েই নিউজিল্য়ান্ড সফর শুরু হবে ভারতের। টি-টোয়েন্টির জন্য অবশ্য পৃথক দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। সেই দলের অধিনায়ক হরমনপ্রীত। দলে নেই মিতালি বা ঝুলনদের মতো সিনিয়ররা। 


 





ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে মহারণ দিয়ে। অনেকটা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আদলে। কারণ, মিতালিরা প্রথম ম্যাচেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ৬ মার্চ ম্যাচটি হবে টাউরাঙ্গাতে। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি হবে হ্যামিল্টনে, ১০ মার্চ। হ্যামিল্টনেই ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ঝুলনদের বাকি ম্যাচগুলি হল ইংল্যান্ড (১৬ মার্চ), অস্ট্রেলিয়া (১৯ মার্চ), বাংলাদেশ (২২ মার্চ) ও দক্ষিণ আফ্রিকা (২৭ মার্চ)।


পুরো দল: মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রতী কউর (সহ অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিংহ, রেনুকা সিংহ ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড় ও পুণম যাদব।


স্ট্যান্ড বাই: সাব্বিনেনি মেঘানা, একতা বিস্ত ও সিমরন ডিল বাহাদুর