মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেট দলে (Indian Womens Cricket Team) নতুন মরসুমের ক্রীড়াসূচি ঘোষণা হয়ে গেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ডের (England) মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামবেন স্মৃতি, হরমনপ্রীতরা। ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ঘরোয়া মরসুমে ২টো টেস্ট, ৬টি টি টোয়েন্টি ও ৩টি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় 'এ' দল ইংল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 


আন্তর্জাতিক মরসুম শুরু হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে। দিন রাতের টি-টোয়েন্টি সিরিজে ৩টি ম্যাচ খেলবে ২ দল। চারদিনের টেস্ট ম্যাচ খেলা হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। শেষ হবে ১৭ ডিসেম্বর। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে। 


অস্ট্রেলিয়া তাঁদের সিরিজ খেলতে ভারতে পৌঁছবে এরপর। ২১ ডিসেম্বর থেকে শুরু টেস্ট। যা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হবে। এরপর সাদা বলের ফর্ম্যাটের সিরিজ। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।


২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার নিজেদের ঘরের মাঠে টেস্ট খেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এরপর ফের একবার টেস্টের আসর বসছে দেশের মাটিতে যেখানে ভারতের মেয়েরা খেলতে নামবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল


কিছুদিন আগেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন কোচ নির্বাচিত হয়েছেন অমল মজুমদার। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারকে জাতীয় মহিলা দলের কোচ নির্বাচিত করা হল। বিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটা। রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়ার পর থেকে প্রায় ১০ মাস এই পদ খালি ছিল। অবশেষে সেই পদের জন্য কোচ নির্বাচিত করা হল প্রাক্তন ওপেনার অমল মজুমদারকে। 


প্রায় ২ দশকের ওপর ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অমল মজুমদার। প্রায় ১১ হাজার রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরিও রয়েছে নামের পাশে। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি জিতেছেন। ১১৩টি লিস্ট-এ ম্যাচে অমল মজুমদারের সংগ্রহে রয়েছে ৩২৮৬ রান। ৫০ ওভারের ক্রিকেটে তিনি ৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। ১৪টি টি-২০ ম্যাচে মজুমদার সংগ্রহ করেছেন ১টি অর্ধশতরান-সহ ১৭৪ রান। এরপর অসম ও অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং কেরিয়ারে এসে তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ দলের ব্যাটিং কোচ ছিলেন। আন্তর্জাতিক স্তরে নেদারল্যান্ডসের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। ভারত সফরে কিছুদিন আগে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দেখা গিয়েছে এই প্রাক্তন ক্রিকেটারকে।