মুম্বই: প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচে হারতে হয়েছে। নতুন কোচ অমল মজুমদারের (Amol Majumdar) অধীনে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমে একেবারেই আশানরুপ পারফর্ম করতে পারেননি হরমনপ্রীতরা। এমনকী দলের দুর্বল ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আজ সিরিজ বাঁচানাের লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে (T20) খেলতে নামছে টিম ইন্ডিয়া (Indian Womens Cricket Team)। ম্য়াচে দুটো সহজ ক্যাচ মিস করেছেন পূজা ভাস্ত্রাকার ও শ্রেয়াঙ্কা পাটিল। এছাড়াও অনফিল্ড কিছু সহজ সুযোগ মিস করেছেন ভারতীয় প্লেয়াররা। যা নিয়ে বেশ ক্ষুব্ধ কোচ ও ক্যাপ্টেন দুজনই।
প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ৩৮ রানে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্য়াচে অভিষেক হয়েছিল ২ স্পিনার সাইকা ইশাক ও শ্রেয়াঙ্কা পাটিলের। ম্যাচে লং অনে একটি সহজ ক্যাচ মিস করেছিলেন পূজা। অন্যদিকে নিজের বলেই সহজ ক্য়াচ মিস করেছিলেন শ্রেয়াঙ্কা। যার সুযোগ নিয়ে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ন্যাট স্ক্রিভার ও ড্যানি ওয়েট জুটি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। এমনকী বোলিং ডিপার্টমেন্টে ২ অভিষেককারী স্পিনার তাঁদের ৮ ওভারে মোট ৮২ রান খরচ করলেও মাত্র ৩ উইকেট তুলতে পেরেছেন। তবে সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। যদিও তা নিয়ে বেশি ভাবতে নারাজ অধিনায়ক হরমনপ্রীত কৌর। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে তিনি বলছেন, ''আমাদের দলে ফিল্ডিং নিয়ে এর আগেও আমরা বৈঠক করেছি। বরাবর এই বিষয়ে নিজেদের মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা থাকে আমাদের। যখনই দলের প্রত্যেকে এক হই, টিম হাডল হয়, সেখানে ফিল্ডিং সবার আগে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে। আমি প্রথম ম্য়াচের কথাই যদি বলি তবে একটা ইতিবাচক দিকও রয়েছে। তা হল প্রত্যেকেই বলের পেছনে নিজের শরীর ছুড়ে দিয়েছে যখনই প্রয়োজন পড়েছে।''
এদিকে, আজ একদিকে যখন টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে মাঠে নামবেন স্মৃতিরা। তখন অন্যদিকে, উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেও নজর থাকবে সবার। পাঁচ দল। ১৬৫ ক্রিকেটার। শনিবার মুম্বইয়ে (Mumbai) বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচ দলে শূন্যস্থান মাত্র ৩০। বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৯ জন। যার মধ্যে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB) রয়েছে ৬ বিদেশি ক্রিকেটার নেওয়ার মতো জায়গা। সব মিলিয়ে নিলামের আগে অঙ্ক কষতে ব্যস্ত পাঁচ দল। চলছে চূড়ান্ত মুহূর্তের হিসেবনিকেশ।