ডারবান: রবিবার থেকে শুরু হচ্ছে ভারতের (IND vs SA) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে জোরাল ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা শিবির। চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেস অস্ত্র।


লুনগি এনগিডি (Lungi Ngidi)। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেস অস্ত্র মনে করা হচ্ছিল যাঁকে। কিন্তু বাঁ পায়ের গোড়ালির চোটে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এনগিডি। এমনকী, দু'ম্যাচের টেস্ট সিরিজেও এনগিডির খেলা নিয়ে রয়েছে সংশয়। টি-টোয়েন্টি সিরিজের জন্য এনগিডির পরিবর্তে বাঁহাতি পেসার বেউরান হেনড্রিকসকে দলে নেওয়া হয়েছে।


ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। যে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলার কথা ছিল এনগিডির। তারপর ওয়ান ডে সিরিজে অবশ্য তিনি খেলবেন না। টেস্ট সিরিজকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে প্রোটিয়া শিবির। তাই টি-টোয়েন্টি সিরিজের পরই এনগিডিকে একটি চারদিনের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে খেলানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে যে চার দিনের ম্যাচ। তবে সেই ম্যাচের আগে এনগিডির চোট পরীক্ষা করবে দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল টিম। ফিট থাকলে তবেই খেলবেন ডানহাতি পেসার। 


এনগিডি কীভাবে চোট পেয়েছেন, তা অবশ্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার শুক্রবারের বিবৃতিতে জানানো হয়নি। তার পরিবর্তে বিউরান হেনড্রিকসকে দলে ডেকেছে তারা। এনগিডি চোটের কবলে পড়ায় টি-টোয়েন্টি সিরিজে প্রথম পছন্দের তিন পেসারের কাউকেই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কারণ, পুরো সিরিজের জন্য আগেই বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাডাকে। চোটের জন্য ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন পেসার অনরিখ নখিয়া।


 




যদিও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ তারপরেও বেশ শক্তিশালী। মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজ়ে, লিজাড উইলিয়ামস, ওটনিয়েল বার্টমান ও হেনড্রিকসদের সঙ্গে আছেন অলরাউন্ডার নান্দ্রে বার্গার ও আন্দাইল ফেলুকাও।


জানসেন ও কোয়েৎজ়েকে প্রথম দুই টি-টোয়েন্টির পর ছেড়ে দেওয়া হবে। টেস্টের প্রস্তুতির জন্য লাল বলের ঘরোয়া ক্রিকেটে খেলবেন তাঁরা।


আরও পড়ুন: এশীয় ফুটবলে 'স্পাইডারম্যান' নামে পরিচিত ছিলেন, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন সুব্রত পাল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।