চেস্টার: ইংল্য়ান্ড সফরে প্রথম টি-টোয়েন্টিতে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। গতকাল গভীর রাতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ২ দল। সেখানেই হরমনপ্রীতদের ৯ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। 


বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন। মোট ৩টি বাউন্ডারি নিজের ইনিংসে হাঁকান বাঁহাতি দীপ্তি। 


তবে ফর্মে থাকা স্মৃতি মন্ধানা (২৩) ও শেফালি ভার্মা(১৪) বড় রান করতে পারেননি। ক্যাপ্টেন হরমনপ্রীত ১৫ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। রিচা ঘোষ ১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান করেন। 


জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের ওপেনার সোফিয়া ডাঙ্কলি ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ১টি ছক্কা হাঁকান তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন। এলিস ক্যাপসি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেন। 


ভারত-পাক ম্যাচে রেকর্ড


২৮ অগাস্ট গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ দেখেছেন ১৩ কোটি ৩০ লক্ষ মানুষ। এশিয়া কাপে যা রেকর্ড। ২০১৬ সালে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ যতজন দর্শক দেখেছিলেন, তার চেয়ে ৩০ শতাংশ বেশি মানুষ এবারের এশিয়া কাপে গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ দেখেছেন।


দায়িত্বে হেডেন


এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। রবিবার এশিয়া সেরার যুদ্ধে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন বাবর আজমরা। এরই মধ্যে বড় খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানিয়ে দিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে নামবে পাকিস্তান। প্রাক্তন অস্ট্রেলীয় তারকাকে যুক্ত করা হচ্ছে বাবর আজমদের সঙ্গে।


শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাথু হেডেনকে টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসাবে যুক্ত করা হচ্ছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলেন হেডেন। সেবার সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। সবচেয়ে বড় কথা, প্রথমবারের জন্য বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ভারত ছাড়াও নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়েছিল পাকিস্তান।