মুম্বই: লক্ষ্য ছিল মাত্র ৭৫ রানের। ইতিহাস গড়ার হাতছানি ছিল। খুব বেশিক্ষণ সময় নষ্ট করলেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা। মাত্র ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কৌররা। ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে মোট ৭ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন স্নেহ রানা। উল্লেখ্য, এই টেস্টের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ব্রিগেড।
৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিলেন ২ ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধানা। তবে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪ রান করে ফিরে যান শেফালি। তবে তৃতীয় উইকেট জুটিতেই মূলত ভারতের জয় নিশ্চিত করে দেন স্মৃতি ও রিচা। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ২ জনই। এদিনও ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। যদিও ১৩ রানের ইনিংস খেলেন রিচা। তবে রিচা ফিরে গেলেও স্মৃতি শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেললেন স্মৃতি। ১২ রান করে অপরাজিত থাকেন জেমাইমা।
উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুটিয়ে গেল অজিরা। ৪ উইকেট নিলেন স্নেহ রানা। ২টো করে উইকেট নেন হরমনপ্রীত কৌর ও রাজেশ্বরী গায়কোয়াড। ১টি উইকেট নেন পূজা ভাস্ত্রাকার। গতকাল তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান বোর্ডে তুলে নিয়েছিল অজিরা। ৪৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। এদিন অবশ্য আর মাত্র ২৮ রান বোর্ডে যোগ করতেই বাকি সব উইকেট হারিয়ে বসে অজি শিবির। তাহিলা ম্যাকগ্রা ৭৩ রানের ইনিংস খেলেন দ্বিতীয় ইনিংসে। তিনিই অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই নিয়ে ম্যাচের ২ ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন অজি অলরাউন্ডার। এলিসা পেরি ৪৫ রান ও ক্যাপ্টেন অ্যালিসা হিলি ৩২ রান করেন।