পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজে ফের সিরিজ জয় ভারতের
Web Desk, ABP Ananda | 13 Aug 2016 06:50 PM (IST)
গ্রস আইলেট: তৃতীয় টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করল বিরাট কোহলির ভারত। বৃষ্টির জন্য তৃতীয় দিনের গোটাটাই নষ্ট হওয়ার পরেও ক্যারিবিয়ানদের সহজেই হারিয়ে দিল ভারত। জয়ের ব্যবধান ২৩৭ রানের। দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে গেল ক্যারিবিয়ানরা। এর আগে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ৩৪৬ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। জিততে হলে ৮৭ ওভারের মধ্যে এই রান তুলতে হত জেসন হোল্ডারের দলকে। পরিস্থিতির বিচারে যা প্রায় অসম্ভব ছিল। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই লিয়ন জনসনকে (০) ফিরিয়ে দেন মহম্মদ শামি। এরপর ক্রেগ ব্রেথওয়েটকে (৪) ফেরান ভুবনেশ্বর কুমার। তিন নম্বরে নামা ড্যারেন ব্র্যাভো (৫৯) একা লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁকেও ফিরিয়ে দেন শামি। এরপর আর ভারতের জয় নিয়ে সংশয় ছিল না। বাকি ব্যাটসম্যানরা কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। সবচেয়ে দৃষ্টিকটূভাবে আউট হন অধিনায়ক জেসন হোল্ডার। কভারে বল ঠেলে তিনি রান নিতে দৌড়ন। কিন্তু রান নেওয়া সম্ভব নয় দেখে ক্রিজে ফেরার চেষ্টা করেন। তার আগেই ডাইরেক্ট থ্রো-তে উইকেট ভেঙে দেন অশ্বিন। রবীন্দ্র জাদেজার বলে শ্যানন গ্যাব্রিয়েলের ক্যাচ ভুবনেশ্বর কুমার ধরতেই টেস্ট ও সিরিজে জিতে নেয় ভারত। ৩ উইকেটে ১৫৭ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। শুরু থেকে দ্রুত রান তোলাই লক্ষ্য ছিল গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মার। কিন্তু দিনের দ্বিতীয় বলেই ফিরে যান রোহিত। যদিও তাতে রানের গতি কমেনি। দ্রুত রান তুলতে গিয়ে ফিরে যান ঋদ্ধিমান সাহা (১৪), রবীন্দ্র জাদেজারা (১৬)। রবিচন্দ্রন অশ্বিন (১) ফিরে যেতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রাহানে ৭৮ রানে অপরাজিত থাকেন। ভারতের রান ৭ উইকেটে ২১৭। আজ ৯ ওভারে ৬০ রান করেছে ভারত। ব্যাটসম্যানরা নিজেদের কাজ করে দিয়েছিলেন। বোলাররাও নিজেদের কাজ করলেন। অলরাউন্ড পারফরম্যান্সেই টেস্ট সিরিজ জিতল ভারত।