কটক: হেরে জিতে যাওয়াদের নাকি বাজিগর বলে। সত্যিই কি তাই? হ্যাঁ ঠিক তাই। যেখানে ১-০ পিছিয়ে শুরু করেছিল ভারত, সেখানে ২-১-র বিধান লিখে সিরিজ ঝুলিতে ভরে নেবে বিরাট ব্রিগেড, কে জানত? ক্রিকেট এমনই। অনিশ্চয়তার খেলা। আর এই খেলায় শেষ পর্যন্ত যিনি থাকেন তিনিই যেতেন। এখানেও তাই হল। সামনে ছিল ৩১৬ রানের লক্ষ্যমাত্রা। কঠিন প্রতিযোগিতায় শেষ হাসি হাসলেন বিরোট কোহলিই। রোহিত শর্মা (৬৩), কেএল রাহুল (৭৭), বিরাট কোহলি (৮৫), রবীন্দ্র জাদেজা অপরাজিত ৩৯, আর সঙ্গে শার্দুল ঠাকুরের ৬ বলে ১৭ রানের ইনিংসে ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত। সঙ্গে ঘরের মাটিতে আরও একটা সিরিজও জেতা হয়ে গেল তাঁদের।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, দুই সিরিজই জিতে নিল ভারত। পরবর্তী লক্ষ্য ‘মিশন শ্রীলঙ্কা’।