আবু ধাবি: ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা বলে যে প্রবাদ রয়েছে, ফের সেটা প্রমাণ করে দিল পাকিস্তান। ২৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪ রানে হেরে গেল সরফরাজ আহমেদের দল। অভিষেক টেস্টেই দুরন্ত পারফরম্যান্স দেখালেন মুম্বইয়ে জন্মানো বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। প্রথম টেস্টে দু’উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই স্পিনার।

এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৫৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ২২৭ রান করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ২৪৯ রান করে নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিন মধ্যাহ্নভোজের আগে শেষ বলে আসাদ শফিকের উইকেট হারায় পাকিস্তান। তখন তাদের হাতে ছিল ৬ উইকেট এবং জয়ের জন্য দরকার ছিল মাত্র ৪৬ রান। নিউজিল্যান্ডের অতিবড় সমর্থকও আশা করেননি তাঁদের দল এই ম্যাচ জিতবে। কিন্তু আজাজ অন্যরকম ভেবেছিলেন। তাঁর অসাধারণ বোলিংয়ের জেরে পাকিস্তানের হাতের মুঠোয় থাকা ম্যাচ হাতছাড়া হল।